Off topic এর একটি tune করতে যাচ্ছি। জানি এটা টেকনোলজির কোন টিউন না। কিন্তু video টা আমার এত ভাল লেগেছে যে আপনাদের সাথে share না করে পারলাম না। video YouTube থেকে নেওয়া হয়েছে। video টা সম্পর্কে আমি এর কিছুই বলতে পারতেচ্ছি না। আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আপনারা নিজেই দেখে নিন।
আর কারও কাছে ভালো না লাগলে তার সময় নষ্ট করার জন্য ক্ষমা চাইচ্ছি।
অনেক চেষ্টা করলাম কিন্তু সরাসরি video টা দিতে পারলাম না। তাই কষ্ট করে উপরের link এ click করে দেখেনিয়েন।
ভাল লাগলে জানান।
আমি Sazal siddiqui। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি প্রতিটি দিনকেই তোমার জীবনের শেষ দিন ভাব, তাহলে একদিন তুমি সত্যি সত্যিই সঠিক হবে
না রে ভাই ভালো লাগে নি আমার।