Sqirlz Water Reflect সহজ –সূন্দর ছোট্ট একটা প্রোগ্রাম যেটা দিয়ে আপনি বৃষ্টি , বৃষ্টির ফোটা পানির উপর পড়লে যে ছোট ঢেউ তৈরী হয় (Ripples) ও অন্যান্য আবহাওয়া উপযোগী জিফ এনিমেশন তৈরী করতে পারবেন । আসুন তাহলে দেখি কিভাবে একটা ইমেজের উপর বৃষ্টি এবং Ripples এর জিফ এনিমেশন তৈরী করা যায় Sqirlz Reflect ব্যাবহার করে ।
Sqirlz Reflect ডাউনলোড করে ইনষ্টল করে নিন । লিন্ক >
প্রিভিও টা দেখে নিন >
ইনষ্টল করার পর Sqirlz Reflect অপেন করুন ।
মেনুবারে গিয়ে File > Open ।
যে কোনো সুইটেবল ইমেজ খুলুন ।
ইমেজে পানি এবং মেঘলা দৃশ্য থাকলে ভাল হয় । কারন যে ইফেক্টটা দিবেন যাতে মানানসই হয় ।
বামদিকের টুলবার প্যানেল থেকে Start Creating Outline বাটনে ক্লিক করে সিলেক্ট করুন ।
তারপর যে অংশে পানির ইফেক্ট দিবেন সেই অংশের একটা সিলেকশন তৈরী করুন ।সিলেকশন তৈরী করবেন প্রথম যে পয়েন্ট থেকে ক্লিক করে শুরু করবেন শেষে এসে ঠিক সেই পয়েন্টে মাউস রাইট ক্লিক করবেন । মাউস পয়েন্টার রিলিজ হবে । নতুনদের বুঝার সুবিদার্থে ছবিতে ষ্টেপ বাই ষ্টেপ দেখিয়ে দিলাম
তারপর মেনুবারের নিচে Rain/Snow And Ripples Combination বাটনে ক্লিক করুন
ক্লিক করলে Choose Combination Of Rain/Snow And Ripples পপআপ উইন্ডো আসবে ।
Ring Ripples And Rain/Snow বাটনে ক্লিক করে ওকে করে উইন্ডোটি ক্লোজ করে দিন ।
এনিমেশন দেখার পালার । হলুদ এরো চিন্হ (Run Animation) বাটনে ক্লিক করুন ।
এনিমেশন শুরু হবে । আবার ক্লিক করুন এনিমেশন বন্ধ হবে ।
প্রথম যে এনিমেশন শুরু হবে সেখানে বৃষ্টির অনুপাত অনেক বেশী দেখাবে । দেখতে দৃষ্টিকটু লাগবে । তাই এই বৃষ্টিপাতের অনুপাত আমরা কমিয়ে এনে কম পরিমান সেট করে দিবো ।
মেনুবারে গিয়ে Reflect Options > Customize Rain/Snow ক্লিক ।
Set Parameters For Rain/Snow পপআপ উইন্ডো আসলে আপনার আইডিয়া দিয়ে সেটিংস সেট করে নিতে পারেন ।
আমি উদাহরণ স্বরুপ নিচের সেটিংস সেট করে দেখালাম :
Number of Raindrops/Snowflakes : 995
Transparency : 150
Direction : 148
Run Animation বাটনে ক্লিক করুন । পপআপ উইন্ডো আসলে Ring Ripples And Rain/Snow বাটনে ক্লিক করে ওকে করলে এনিমেশন শুরু হবে । আবার ক্লিক করে বন্ধ করুন ।
Ripples এর পরিমান কম-বেশী করার জন্য মেনুবারে গিয়ে Reflect Options > Customize Ring Ripples ক্লিক ।
Set Parameters For Ring Ripples পপআপ উইন্ডো আসলে আপনার আইডিয়া দিয়ে সেটিংস সেট করে নিতে পারেন । আমি উদাহরণ স্বরুপ নিচের সেটিংস সেট করে দেখালাম :
No Of Ripples : 80
অন্যান্য সেটিংস যেমন আছে তেমনই রাখলাম । নিজে নিজে সেটিংসগুলো পরীক্ষা করে দেখতে পারেন ।
আবার Run Animation বাটনে ক্লিক করুন । পপআপ উইন্ডো আসলে Ring Ripples And Rain/Snow বাটনে ক্লিক করে ওকে করলে এনিমেশন শুরু হবে ।
এবার এনিমেশন সেভ করার পালা । এখানে তিনটা অপশনস আছে Flash Movie , AVI , Gif
এখানে আমরা জিফ এনিমেশন হিসাবে সেভ করবো । তাই Gif বাটনে ক্লিক করুন ।
Choose Combination Of Rain/Snow And Ripples পপআপ উইন্ডো আসবে । Ring Ripples And Rain/Snow বাটনে ক্লিক করে ওকে করে উইন্ডোটি ক্লোজ করে দিন ।
Save As পপআপ উইন্ডো আসবে
File Name এর যে কোনো নাম দিন তারপর Save বাটনে ক্লিক করলে Frame Rate (Gif File) পপআপ উইন্ডো আসবে । Enter Frame Rate এর ঘরে ১ থেকে ১০০ এর মধ্যে যে কোনো মান বসিয়ে ওকে করুন ।
Saving Animation পপআপ উইন্ডো এসে progress হয়ে
Information পপআপ উইন্ডো আসবে ওকে করুন ।
সেভ হবে ।এখন দেখার জন্য যে ফোল্ডারে সেভ করবেন সেখানে গিয়ে সেভ করা জিফ ফাইলের উপর মাউস রেখে রাইট ক্লিক করে Preview তে ক্লিক করুন । আর যদি ব্রাউজারে আপনার জিফ ফাইলটি দেখতে চান জিফ ফাইলের উপর মাউস রেখে রাইট ক্লিক করে Open With >FireFox/ Internet Explorer ক্লিক । ব্রাউজার অপেন হয়ে জিফ ফাইলটি প্রদর্শিত হবে ।
আশা করি Sqirlz Water Reflect দ্বারা ইমেজের উপর পানির ইফেক্ট দিতে পারবেন ।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Nice tune