কেমন আছেন আপনারা ? অনেক দিন পরে আপনাদের মাঝে আবার হাজির হলাম । অনেক বদলে গেছে টেকটিউনস ,অনেক নতুন নতুন টিউনার এর আগমন ঘটেছে , চমৎকার চমৎকার নতুন টিউন পাওয়া যাচ্ছে তাই লোভ সামলাতে না পেরে , নিজেকে প্রকাশ করলাম । যাক সে সব কথা আসুন আজ আপনাদের দিব একটা প্রানবন্ত জবা ফুল(ইচ্ছে করলে ফুলের সাইজ , রঙ কমাতে বাড়াতে পারবেন), যেটা আনবরত নড়তে থাকবে মাঝে মধ্যে একটা প্রজাপতি উড়ে আসবে ফুলের উপর বসবে আবার উড়ে যাবে । উপভোগ করুন এবং আর বোনাস হিসাবে আছে ছোট দুটি মাছ (ইচ্ছে করলে উজ্জলতা কমাতে বাড়াতে , রঙ বদলাতে পারবেন) যে গলো সারা ডেক্সটপ জুড়ে ঘুরতে থাকবে , নিজের উচ্ছে মতো । আর এক্সট্রা বোনাস হিসাবে আছে ছোট যুগল মাছ যে গুলো সাড়া ডেক্সটপ জুড়ে ঘুরতে থাকবে , নিজের উচ্ছে মতো । তাহলে আর দেরি না করে ডাউনলোড করতে থাকন মাত্র 1.8 mb, 784 kb এবং 2.71 mb সাইজের ৩টি ফাইল । ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করন ।
ভবিষ্যতে আবার আপনাদের কিছু দেওয়ার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ।
আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।
খুব সুন্দর,ধন্যবাদ