আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট এগারোটার সময় প্রকাশিত হবে। কিন্তু আপনারা অনেকেই জানেন রেজাল্ট দেখার সময় ওয়েবসাইটের ওপর অতিরিক্ত চাপ পড়ে বিধায় server busy দেখায় এর ফলে ওয়েবসাইট থেকে রেজাল্ট আসতে অনেক সময় লাগে কিন্তু আজকে আমি এর সমাধান নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি একমিনিটেই আপনার রেজাল্ট দেখে নিতে পারেন। রেজাল্ট দেখার জন্য আপনি প্রথমে এই অ্যাপস ট ডাউনলোড করে নিন:https://docs.google.com/uc?export=download&id=19WkKJnTQ3_F3fz5QohyiwIJs_dpNuQTC
এই লিংকে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন তাহলেই অ্যাপসটি ডাউনলোড অপশন এসে যাবে এরপর অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার রেজাল্ট দেখতে পারবেন। আপনি যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে কিছু পারমিশন চাইবে ডাউনলোড করার জন্য ওকে করে দেবেন অথবা লিংকটি কপি করে অপেরা ব্রাউজারে পেস্ট করে দেবেন তাহলে সাথে সাথে ডাউনলোডের অপশন এসে যাবে।
সার্ভার প্রবলেম সমস্যার সমাধানের জন্য আপনাদের একটি VPN ব্যবহার করতে হবে তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন super VPN অ্যাপসটি ইন্সটল করে ওপেন করবেন, পার্মিশন চাইলে ওকে অথবা এলাও করে দেবেন এরপর উপরে ডান পাশে পৃথিবীর মতো একটি আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন এবং US অথবা Canada সিলেক্ট করবেন এরপর Connect এ ক্লিক করবেন Disconnect লেখা আসলে ভিপিএন থেকে বেরিয়ে এসে মূল অ্যাপস এ প্রবেশ করবেন।
এখন মূল অ্যাপস এ প্রবেশ করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে একটি ফুলস্ক্রীন এড আসবে সেই এড এর উপর ক্লিক করবেন এবং যে ওয়েবসাইটে নিয়ে যায় সেই ওয়েবসাইটে গিয়ে এক মিনিট অপেক্ষা করবেন।
এরপর পুনরায় অ্যাপসে ফিরে আসবেন তারপর নিচের নিয়ম মেনে রেজাল্ট দেখে নেবেন
এই পদ্ধতিতে যদি আপনি রেজাল্টা দেখেন তাহলে আপনি সাথে সাথে রেজাল্ট দেখতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোন প্রকার সার্ভার বিজি প্রবলেম এর সম্মুখীন হতে হবে না।
আমি সজীব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রেজাল্ট কি এখনো পাবলিশ হয়েছে? নাকি ১১ টায় হবে?