ফোরাত নদী দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্ক তে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলি বিকাশ লাভ করেছিল। মেসোপটেমিয় (প্রাচীন গ্রীক শব্দ যার অর্থ-দুটি নদীর মধ্যবর্তী স্থান, ইরাকের বক্ষ দিয়ে প্রবাহিত নদীদ্বয়ের মধ্যে ফোরাত অন্যতম। এক সময় এতে প্রচুর পানি ছিল। এখনও আছে, তবে ক্রমেই নিম্নে চলে যাচ্ছে। নবী করীম (সাঃ) বলেছেন, ফুরাত-নদী শুকিয়ে বহনপথ পরিবর্তন হয়ে যাবে। অতঃপর স্বর্ণের খনি উন্মোচিত হবে। সকল পরাশক্তি স্বর্ণদখলে যুদ্ধে লিপ্ত হবে। সেখানে অজস্র লোকের মড়ন হবে। স্বর্ণের খনি প্রকাশকালে সেখানে যাওয়া কিংবা স্বর্ণের লোভে যুদ্ধে লিপ্ত হওয়া থেকে নবী করীম (সাঃ) কড়া ভাষায় নিষেধ করে গেছেন। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেছেন, "কেয়ামত সংঘটিত হবেনা, যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের খনি প্রকাশ হবে। স্বর্ণদখলের লোভে সবাই সেখানে যুদ্ধ করতে থাকবে। ৯৯% যুদ্ধাই সেখানে নিহত হবে। বেঁচে থাকা প্রত্যেকেই -আমি-ই শুধু বেঁচে আছি- মনে করবে।" হাদিসটি মুসলিমে বর্ণিত অপর বর্ণনায়, নবী করীম (সাঃ) বলেন, "তোমাদের মধ্যে যারা তখন বেঁচে থাকে, কেউ যেন ওখান থেকে কিছু গ্রহণ না করে।"
(সহীহ বুখারী, সহীহ মুসলিম) বর্ণিত আছে হযরত উবাই বিন কা'ব (রাঃ) বর্ণিত দুনিয়ার পিছনে মানুষ সব সময় ছোটাছুটি করে, নবী করীম (সাঃ) কে আমি বলতে শুনেছি, "অচিরেই ফুরাত-নদীতে স্বর্ণের ভান্ডার প্রকাশ পাবে, শুনা মাত্রই সবাই সেখানে চলে যাবে। স্হানীয় লোকেরা বলবে, ব্যবস্থা না নিলে সবটুকু স্বর্ণ-ই মানুষ দখল করে নিয়ে যাবে। ফলে তারাও সেখানে যুদ্ধে লিপ্ত হবে। ৯৯% যুদ্ধা-ই সেখানে নিহত হবে।" হাদিসটি মুসলিমে বর্ণিত: (সহীহ মুসলিম :), সম্ভাবত বহনপথ পরিবর্তনের ফলে নদীর পানি কমে যাবে এভাবে কমতে কমতে হয়তো স্বর্ণের খনি প্রকাশ পাবে। মুসলমানদের মধ্যে যারাই তখন জীবিত থাকবে তাদের উচিৎ সেখানে না যাওয়া বা স্বর্ণ দখলের চেষ্টা না করা কারন নবি করিম (সা) বলে গেছেন যাযা যুদ্ধু করবে তাদের মধ্যে ৯৯% যুদ্ধা-ই সেখানে নিহত হবে, ফেতনাটি এখনো অপ্রকাশিত, তবে কবে নাগাত হবে সেটা মহান আল্লাই ভালো যানেন। ফোরাত নদীর পানি অধিকাংশই তুরস্ক ও সিরিয়া থেকে আসে বর্তমান তুরস্ক ও সিরিয়া ফোরাত নদীর উপরদিয়ে অনেক গুলো বাধ নির্মান করেছে, বড় বড় কলকারখানাও নির্মান করেছে ফলে পানির প্রভাব বহুলাংশে হ্রাম পেয়েছে। এটাই হয়তো পরবর্তীতে স্বর্ণ প্রকাশের মূল ভুমিকা হিসাবে কাজ করতে পাড়ে।
আমি কাজল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।