আসসালামুআলাইকুম
আপনারা সবাই কেমন আছেন, নিশ্চইয় ভালো।
আজ আমি আপনাদের দেখাব আমরা কিভাবে অতি সহযে যে কোন ছবিকে কথা বলিয়ে দিতে পারি শুধু তাই নয় তার সাথে অ্যানিমেশন তৈরি করা সহ।
চলুন কাজ শুরু করি।
১)একটি উইন্ডোজ পিসি।
২)শেখার জন্য আগ্রহ।
৩) একটি সফটওয়্যার নিচে লিংক আছে। (CrazyTalk 8)
প্রথমেই আপনাকে একটি সফটওয়্যার নিতে হবে। এর ডাউনলোড লিংক হল এখানে
আমি সব সময় বিস্তারিত লেখার চেষ্টা করি। কিন্তু এটা একটি জটিল কাজ, আপনাদের বুঝতে অসুবিধা হবে।
তাই এখন বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন। (প্রমান ভিডিওতে)
আপনার বুঝতে অসুবিধা হলে আমাকে টিউমেন্ট করুন। আমি আপনার সমস্যা সমাধানে করতে সদা প্রস্তুত।
১) আপনার উইন্ডোজকে Mac তৈরি করে ফেলুন, আর বন্ধুকে অবাক করে দিন।
২) আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করুন।
৩)এবারে ফ্রি নেট চালান আপনার পিসিতে, Freebasics বা Internet.org মাধ্যমে।
৪) আপনার কথা শুনবে আপনার পিসি, এখন মাউস কিবোর্ড ছাড়াই পিসি চালান [প্রমান সহ]।
৫) অসাধারন ভাবে ফটোশপে আপনার বডি আকর্ষণীয় করে তুলুন।
৬) ফটোশপে টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হয়ে যান।
বিদায় নিচ্ছি ভাল থাকবেন।
আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।