Whiteboard Animation শিখুন আর আয় করুন। [পর্ব-০১] :: Whiteboard Animation নিয়ে আলোচনা।

আসসালামুআলাইকুম,

আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো।

আজ আমি আপনাদের দেখাব। আমার কি ভাবে অতি সহযে Whiteboard Animation তৈরি করতে পারি এবং এর সহায্যে টাকা আয় করতে পারি। বর্তমান সময়ে Whiteboard Animation একটি এমন বিষয় হয়ে দাড়িয়েছে যে, এটা ছাড়া যেন চলেইনা। আমি আজ আমি আপনাদের Whiteboard Animation বেসিক আলোচনা করব। তার আগে চলুল এই কাজের ডিমান্ড/ দাম কত দেখে নিন। এখানে দেখুন

আমার অন্য টিউন গুলো হল :

১) আপনার উইন্ডোজকে Mac তৈরি করে ফেলুন, আর বন্ধুকে অবাক করে দিন।

২) আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করুন।

৩)এবারে ফ্রি নেট চালান আপনার পিসিতে, Freebasics বা Internet.org মাধ্যমে।

৪) আপনার কথা শুনবে আপনার পিসি, এখন মাউস কিবোর্ড ছাড়াই পিসি চালান [প্রমান সহ]।

৫) অসাধারন ভাবে ফটোশপে আপনার বডি আকর্ষণীয় করে তুলুন।

৬) ফটোশপে টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হয়ে যান।

তাহলে চলুন শুরু করি।

আপানার যা প্রযোজন হবে:

১) দুটি Software

২)আপনার পিসি আর ইচ্ছা।

নিচের Software দুটি ডাউনলোড করে নিন:

1)videoscribe

2)Explaindio

এটি Whiteboard Animation এর কাজ, তাই এটা বিস্তারিত লিখা আনেক কঠিন এবং আপনাদের বুঝে ওঠা কঠিন হবে। তাই এটি ভিডিও আকারে দিলাম। নিচের ভিডিওটি দেখুন আশাকরি আপনারা সবাই পারবেন।

আপনাদের কোন বুঝতে আসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনার সমস্যা সমাধান করতে সদা প্রস্তুত।তার সাথে আপনার মতামত এবং আপনি কি ধরনের টিউটোরিয়াল চান সে বিষয় Comment করুন, অবশ্যই আমি সেই বিষয়ে টিউটোরিয়াল করব। পরিশেষে বলতে চাই, আপনি নিজে শিখুন, আর আপনার বন্ধুও শেখার জন্য শেয়ার করুন। বিদায় নিচ্ছি ভাল থাকবেন।

Level 1

আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা Crack ফাইল সহ চান । আমার ফেসবুকে দেখুন । fb.com/tutultv

Crack ফাইলগুলো মনে হয় সহজে পাওয়া যাবে না।