যে ১০টি কথা শিশুদের বলা উচিত নয় – জেনে নিন। এবং মতামত জানান

গত টিউনে আমি, সঠিক পরিচর্যাতেই কি বিকশিত হতে পারে শিশুর মেধা ? এবং মেধা কি পারিবারিক? মেধা কি পূর্বপুরুষ থেকে উত্তরপুরুষে বর্তায়, নাহলে কিভাবে একের পর এক কৃতিপুরুষের আগমন ঘটে একই পরিবারে? - এই নিয়ে দুটি Presentation করেছিলাম। কিন্তু হয়তো আপনারা অনেকে মিস করে গেছেন। তারা আগের এই প্রেজেন্টেশন দুটি দেখে নিতে পারেন। এই প্রেজেন্টেশনটিও রকমারি ডট কম এর লেখা টিউনের ভিত্তিতে করা হয়েছে। – কিছু দিন পূর্বে রকমারি ডট কম – একটি সুন্দর Sponsored টিউন পাবলিশ করেছিল এই টপিকটি নিয়ে। আর্টিকেলটি আমার খুব ভাল লেগেছিল। ভাবলাম, কেমন হয় যদি এই টেক্সট ভার্সন আর্টিকেলটিকে একটি ভিডিও বা অ্যানিমেশনের মাধ্যমে করা যায় ? তাই প্রেজেন্টেশন টি করেই ফেললাম এবং হাজির হলাম আপনাদের সামনে।

যে ১০টি কথা আপনার শিশুকে কখনই বলবেন না!!!!

এই ভিডিওটিতে, আপনি আপনার শিশুদের সাথে কিরকম আচরণ করবেন এবং আপনার শিশুদের কী কী কথা বলবেন না তার বিস্তারিত ব্যক্ষা রয়েছে। আপনারা দেখুন এবং মতামত জানান।

ভিডিওটি দেখার পরে আপনার কি কি করা উচিত জানেনতো?

  • প্রথমতঃ আমি আপনাদের রিয়াকশন জানতে জানতে চাই।
  • দ্বিতীয়তঃ আপনার একটি ধন্যবাদ জানানো উচিত রকমারি ডট কম কে এত সুন্দর একটি আর্টিকেলের জন্য।
  • তৃতীয়তঃ ধন্যবাদ জানান আমার বান্ধবীকে, যিনি Vocal দিয়ে আমাকে সাহায্য করেছেন।
  • চতুর্থতঃ ধন্যবাদ জানান আমার বন্ধুকে কে যে এই অ্যানিমেশনটি করেছেন।
  • পঞ্চমতঃ কোন ভুল হয়ে থাকলে, অবশ্যই জানান তাহলে পরবর্তীতে আমরা কারেকশন করতে পারবো।
  • ষষ্ঠতঃ আপনি কি প্রশ্নের উত্তর পেয়েছেন ?
  • সবশেষে আপনার মতামত জানাবেন টিউমেন্টের মাধ্যমে।

ভিডিও টি যদি আপনার ভাল লেগে থাকে, তাহলে শেয়ার করতে ভুলবেন না যেন। এমনিতে রকমারি ডট কম Advertising Purpose এ তাদের আর্টিকেল গুলি পাবলিশ করলেও, টেকটিউনসের পাঠকেরা আর্টিকেল গুলি পড়ে মজা পাই। তাদের প্রকাশিত আর্টিকেলটির লিঙ্ক এখানে। যারা পড়ব মনে করছেন তারা পড়ে নিতে পারেন।কিছু ভুল হলে মাফ করবেন। ধন্যবাদ।

Level 0

আমি Biswajit Das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, This is Biswajit. I hope, I'll give 2 TT sweet sweet tunes.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লেগছে ।

প্রিয় Biswajit Das,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।