সবাইকে অনেক শুভেচ্ছা।
আপনাদের সবার কাছে হাজির হলাম সম্পুর্ন বাংলায় মজার জ্বীন ভুতের গল্প নিয়ে ধারাবাহিক বাংলা থ্রিডি এনিমেশন মুভি জ্বীনের বাদশাহ নিয়ে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এটি বানানোর। তবে চাকুরির ব্যাস্ততায় কিছুই সম্ভব হচ্ছিল না। আমি এক বন্ধুর কাছে শুনলাম মেশিনিমা (Machinima) সম্পর্কে। মেশিনিমা হলো গেইম ইঞ্জিন বা রিয়েল টাইম গ্রাফিক্স ব্যবহার করে এনিমেশন সিনেমা বানানো। এ নিয়ে বিস্তারিত আলোচনা আরেক দিন করবো
প্লট ঃ
জ্বীন জাতি হচ্ছে ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে বর্ণিত একটি জীব বা সৃষ্টি। প্রাক ইসলামী যুগেও জ্বীন জাতি সংক্রান্ত বিশ্বাস অন্যান্য আরব এবং এর কাছাকাছি এলাকায় বিদ্যমান ছিল। আরবি জ্বীন শব্দটির আক্ষরিক অর্থ কোন কিছু যা গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী বা অনেক দূরবর্তী।[১] কুরআনে জ্বীন ও ইনসান (মানুষ) এই দুই জাতির অস্তিত্বের কথা বলা হয়েছে। বৈজ্ঞানিকেরা এখনও জ্বীনের অস্তিত্বের প্রমাণ আবিষ্কারে সক্ষম হন নি। তবে বিভিন্ন মুসলমান সমাজে কিছু কিছু মানুষ কর্তৃক জ্বীন বশীভূত করা বা জ্বীনের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রচলিত আছে।
গল্পঃ আমাদের এই গল্প আবুল জিন্নাত কে নিয়ে সে ফকির বেশে আমাদের আশে পাশেই ঘুরে থাকে ঘুমোই। কিন্তু আমরা বুঝতে পারিনা সে জ্বীন। তার অনেক ক্ষমতা সে সুপার হিরোর মতন। না দেখলে বিশ্বাস হবে না।
অনেক চেস্টা করে এই মুভি গুলো বানিয়েছি। তাই নেগেটিভ রেটীং বা ব্যাড টিউমেন্টস দিবেন না সব কিছু ক্ষমা সুন্দর ভাবে দেখবেন। আর কিছু প্রবলেম সাউন্ড এর আছে মিউজিক এর আছে ডাবিং এর আছে কিনবা এনিমেশন এর আছে। প্রথম প্রথম এগুলো থাকবেই।
এর পুরো কাজ একটা কোর আই ৭ ১৬ জিবি র্যাম এর ডেক্সটপ এ করা। সাথে জিই ফোরস এর গ্রাফিক্স কারড মাঝারি মানের।
আপনাদের উৎসাহ পেলে আরো মেশিনামা মানে বাংলা এনিমেশন মুভি বানাবো
google অথবা ইউটিউবে গিয়ে jiner badshah bangla 3d লিখে সার্চ দিলে ভিডিও টি দেখতে পাবেন
এই পর্যন্ত দুটি এনিমেশন ভিডিও বানানো হয়েছে
একটি জ্বিনের বাদশাহ পরিচিত ভিডিও
আরেকটি পারট ওয়ান শেয়ার ব্যবসায়ী বাবলু
আপনাদের দোয়া প্রার্থি সবাই ভালো থাকবেন।
আমি তৌফিক কামাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।