এনিমেশন তৈরি করুন মায়া এর মাধ্যমে খুব সহজে এবং আয় করুন ৬০ লক্ষ্য টাকা

আশা করি সবাই ভালো আছেন।আজকে আমাদের আলোচনার বিষয় হলো অটোডেস্ক মায়া। অটোডেস্ক মায়া হলো এনিমেশন তৈরির সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার।হলিউডের বড়-বড় সব এনিমেশন ফিল্ম তৈরির মূল ইঞ্জিনই হলো অটোডেস্ক মায়া।কেনোনা এই সফটওয়্যারটিতে প্রায় সব ফাংশনই আছে যা একটা এনিমেশন ফিল্ম তৈরি বা ভিএফএক্স এর জন্য প্রয়োজন হয়।আর খুব সহজে কাজ করা যায়।

রয়েছে অসংখ্য প্লাগিন আর লিঙ্কাপ সুবিধা। Frozen,Spider-Man,Avatar,Up,Nemo,Rango ফিল্মের কাজ এই মায়াতেই করা।এই সফটওয়্যারের মাধ্যমে এনিমেশন,ভিজুয়াল ইফেক্স ও গেম বানাতে পারবেন।

এর কিছু Advance ফিচার হলোঃ

  • Fluid Effects
  • Bifrost
  • Classic Cloth
  • Fur
  • nHair
  • Machmover
  • Camera Sequence

অনেকেই মনে করেন এনিমেশন তৈরি করা খুবই কঠিন।কিন্তু মোটেও এমন নয়।আপনি একটু চেষ্টা করলেই অনেক ভাল করে শিখে যাবেন।আর হয়ে উঠবেন একজন প্রফেশনাল এনিমেটর।যা সামনের সময়ে সব চেয়ে বড় প্ল্যাটফর্ম হবে কেনোনা বর্তমানে বাহিরের দেশ গুলতে এনিমেটরদের মাসিক আয় প্রায় ৬০ লাখ টাকা।

যা আপনি এখন আমাদের দেশে বসে অনলাইনের মাধ্যমেও করতে পারবেন। আর যোগ্যতার সাথে বাড়তে থাকে এই টাকার পরিমান।আর এনিমেটররা কাজ করতে পারে গেম স্টুডিও গুলো তেও।অর্থাৎ মেধা থাকলে কোনো কিছু অভাব থাকে না।তাই আজই সেখা শুরু করুন এনিমেশন।

একটি বাংলা টিউটোরিয়াল এর মাধ্যমে আজ শুরু করবো আপনাদের এনিমেশন তৈরির বেসিক সেখানো।এই ভিডিওটি দেখলেই আপনি পা রাখবেন এনিমেশনের বিস্ময়য় দুনিয়ায়।আর এনিমেশন আর কঠিনও লাগবে না।বাংলাদেশে এনিমেশন শেখানোর এটিই প্রথম টিউটোরিয়ালঃ

এনিমেশন তৈরি করুন মায়া এর সাহায্যে ভিডিও

আপনার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে।আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।আরও টিউটোরিয়াল আসবে তাই সাবস্ক্রাইব করবেন।আর কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন।আর শেয়ারে মাধ্যমে আপনার বন্ধুকেও জানিয়ে দেন।সবাইকে অসংখ্য ধন্যবাদ

Level 0

আমি রিদওয়ানুল হক ফারদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস