এখন নিজেই বানান ৩ডি এনিমেশন ও ভিএফএক্স এবং হলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পান

বিস্ময় এক জগতের নাম এনিমেশন আর ভিএফএক্স।ভেবে অবাক হতে পারেন কিন্তু আপনার জীবনের সাথেই মিশে আছে এনিমেশন!আচ্ছা আপনি কি কখনো কার্টুন দেখেছেন?মিনা কার্টুন,টম এন্ড জেরি,ঠাকুরমার ঝুলি?আপনার উত্তর অবশ্যই হ্যাঁ হবে।কেননা সবার শৈশবের সাথে মিশে আসে এই কার্টুন গুলো।এগুলোই এনিমেশন ছিলো এই কার্টুন গুলোকেই বলা হয় ২ ডি এনিমেশন।আর এখন আমরা যেই ডিজনি এর অসাধারণ অ্যানিমেশন ফিল্ম দেখি এগুলো ৩ ডি।আবগ্রেডেড ভার্শন এটি।আর হলিউড এর ফিল্ম গুলো দেখেছেন কি অসাধারণ দেখতে।অন্য এক জগতের ফিল্ম।

মহাকাশ থেকে শুরু করে কিছুই বাদ জায়নি এই ফিল্ম গুলোয়।সুপারম্যান কিভাবে আকাশে উরে?স্পাইডার ম্যান কিভাবে জাল ছুড়ে মারে সবই ভিএফএক্স।আসলে কোন কিছুই এর বাস্তবে নেই।তৈরি করা হয়েছে কম্পিউটার গ্রাফিক্স দাড়া।কখনি কি মনে হয়েছে একদিন আপনিও এমন কিছু বানানবেন।আপনার কল্পনা থেকে আপনার সুপার হিরোকে বের করে আনবেন সবার চোখের সামনে?তাহলে আপনাকে একজন এনিমেটর আর ভিএফএক্স ডিরেক্টর হতে হবে।ভাবছেন লাভ কি?লাভ প্রধানত ৩ টা।প্রথমত আপনার নিজের স্বপ্নগুলো কে অন্যকে বাস্তবে দেখাতে পারবেন।

দ্বিতীয়ত হলিউডের মতো বিশাল বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন যেখানে আমাদের দেশ থেকেই অনেকে কাজ করছে এবং এর জন্য বড় শিক্ষাগত যোগ্যতা লাগে না লাগে এনিমসন আর ভিএফএক্স সম্পর্কে জ্ঞান।আর আপনি সেখানে কাজ পাবেন কারন সেখানে বিপুল পরিমান লোক দরকার কেননা এখন সব ৩ডি নির্ভর হচ্ছে।৩ডি প্রিন্টার আবিষ্কার হওয়ায় বড় বড় কম্পানি গুলো গাড়ি এর পার্টস ও ৩ডি করে তৈরি করে আর আপনি এই ডিজাইনার হয়ে যেতে পারেন এনিমেশন জানার কল্যাণে।আর ভালো এনিমেটর দের শুরুর দিকের আয় মাসে প্রায় ৮০ লাখ টাকা প্রায়।আর তৃতীয় আপনার লাভ হলো সম্মান।তাই কিভাবে শুরু করবেন এই এনিমেশন আর ভিএফএক্স এর কাজ নিচের ভিডিওটি দেখলেই ধারনা পাবেনঃ
এনিমেশন এবং ভিএফএক্স টিউটোরিয়াল ভিডিও

আপনার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে।আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।আরও টিউটোরিয়াল আসবে তাই সাবস্ক্রাইব করবেন।আর কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন।আর শেয়ারে মাধ্যমে আপনার বন্ধুকেও জানিয়ে দেন অনলাইন মার্কেট সম্পর্কে।সবাইকে অসংখ্য ধন্যবাদ

Level 0

আমি রিদওয়ানুল হক ফারদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস