আশা করি সবাই ভালো আছেন।আগের পর্বে আমি আপনাদের ৫ টি এনিমেশন তৈরির সফটওয়্যারের সাথে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়েছিলাম।যারা পড়েননি তারা নিচে থেকে পড়ে নিতে পারেন।এখন প্রতিটি পর্বে একটি একটি সফটওয়্যার দিবো ও বিস্তারিত আলোচনা করবো পরে টিউটোরিয়ালে যাবো। এই পর্বে প্রথমে সহজ সফটওয়্যারটি দিয়েই শুরু করবো। এই পর্বে আপনাদের DAZ Studio সম্পর্কে জানাবো। তাহলে শুরু করা যাক
Daz Studio একটি Powerful 3D এনিমেশন মেকিং সফটওয়্যার।সফটওয়্যারটির মাধ্যমে আপনি উন্নত মানের এনিমেশন বানাতে পারবেন।আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই সফটওয়্যারের মাধ্যমে এনিমেশন বানানো খুবই সহজ।
এর মাধ্যমে আপনি Caracter ডিজাইন,Morphing,Rigging করতে পারবেন।এতে আপনি Motion যোগ করে পুরোপরি এনিমেশনে পরিণত করতে পারবেন।এছাড়া Background Customize তো আছেই।অর্থাৎ পরিপূর্ণ এনিমেশন যাকে বলে।এছাড়া রয়েছে Realtime ফিচার যার মাধ্যমে আপনার এনিমেশন Render করার আগেই দেখতে পারবেন আপনার এনিমেশনটি কেমন হয়েছে।আর Rendering এ দ্রুততা আনতে রয়েছে GPU accelerated। Daz Studio তে আপনি 3DS Max,Maya,Mudbox এর ফাইল গুলো চালাতে পারবেন যা এই সফটওয়্যারটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।নতুন Supported ফাইল ফরম্যাট হিসেবে যুক্ত হয়েছে Autodesk FBX, COLLADA,OBJ,BVH,Universal 3D। তাই বলা যায় এই সফটওয়্যার দিয়ে আপনি অনেক ভালো মানের এনিমেশন বানাতে পারবেন।
অনেকের মনেই চিন্তা আসতে পারে এতো সব সফটওয়্যার থাকতে Daz Studio কেন?আর আমি ক্যান এই সফটওয়্যার নিয়ে আগে লেখলাম।কারন এই সফটওয়্যার দ্বারা এনিমেশন তৈরি করা অনেক সহজ। কেননা এতে আপনাকে কষ্ট করে ক্যারেকটার তৈরি করতে হবে না,Motion দেয়ার জন্য লম্বা প্রোগ্রাম লেখতে হবে না।অর্থাৎ এই সফটওয়্যারে আগে থেকেই Caracter ডিজাইন করা আছে।আপনি এটিকে নিজের মতো করে Customize করতে পারবেন।Caracter গুলোর Movement এর জন্য আগে থেকেই প্রোগ্রাম লেখা আছে,আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড লুক দেয়ার জন্য আছে অনেক Content যার মাধ্যমে আপনি খুবই সহজে এনিমেশন তৈরি করতে পারেন।
এই সফটওয়্যারটির সিরিয়াল কি সহ আপনাদের ডাউনলোড লিঙ্ক দিবো।আপনাদের সুবিধার জন্য Google Drive লিঙ্ক দিলাম।কিভাবে ইন্সটল করবেন তা জিপ ফাইলেই লেখা আছে।Requirements বেশি না তাই প্রায় সব পিসিতে চলবে।
Daz Studio 4.8 + Serial ডাউনলোড (Windows 64bit)
Daz Studio 4.8 + Serial ডাউনলোড (Windows 32bit)
এই পর্বে Daz Studio নিয়ে আলোচনা করলাম ও ডাউনলোড লিঙ্ক দিলাম।পরের পর্বে অন্য একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো করবো ও ডাউনলোড লিঙ্ক দিবো পরে টিউটোরিয়ালে যাবো। কেমন লাগলো টিউনমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালোলাগলে টিউনটি শেয়ার করবেন। আর ভালোলাগলে আমাকে Facebook এ একটি Like দিতে কার্পণ্য করবেন না।
আমারঃ Facebook
সবাইকে অনেক ধন্যবাদ।
আমি রিদওয়ানুল হক ফারদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন ভাই ভাল লাগল………….এই রকম টিউন আরো চাই…