নিজেই বানান 3D Animaton মুভি সহজে(পর্ব ১-সফটওয়্যার পরিচিতি)

নিজেই বানান 3D Animaton মুভি সহজে(পর্ব ১-সফটওয়্যার পরিচিতি)

 

আশা করি সবাই ভালো আছেন।আবার অনেক দিন পর লিখতে বসলাম।যাই হোক এখন আসল কথায় আশা যাক।আমরা অনেকেই বর্তমানে এনিমেশন নিয়ে অনেক রোমাঞ্চিত।কেননা ভবিষ্যতে আমাদের দেশেও উন্নত দেশের মতো গড়ে উঠবে অনেক এনিমেশন স্টুডিও।তাই এটি নিয়ে অনেকের আগ্রহ আছে।এই টিউনটিতে আমি আপনাদের এনিমেশন সম্পর্কে প্রাথমিক ধারণা দিবো।এবং পরবর্তী টিউন গুলোতে আস্তে আশ্তে এনিমেশন সম্পর্কে টিউটোরিয়াল দিবো।কেননা এনিমেশন শিখতে হলে আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে,কারন বিষয়টাতে বোঝার অনেক বিষয় আছে।এখন এই পর্বে আমি আপনাদের এনিমেশন মুভি মেকিং সফটওয়্যার গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিবো।এই সফটওয়্যার গুলো সম্পর্কে জানা খুবই জরুরী।কেননা পুরো এনিমেশন এই সফটওয়্যারের মাধ্যমেই হবে।

Autodesk Maya

Autodesk Maya সফটওয়্যারটি এনিমেশন/এনিমেশন মুভি তৈরির জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বর্তমানে এর ২০১৬ ভার্সন বের হয়েছে।হলিউডের অনেক বড় বড় এনিমেশন স্টুডিতে Autodesk Maya ব্যবহার করা হয়।Frozen,Spider-Man,Avatar,Up,Nemo,Rango হলো এর প্রমান।এই সফটওয়্যার দ্বারা এনিমেশনের প্রায় সব কাজই করা যায়।এই সফটওয়্যারের মাধ্যমে এনিমেশন,ভিজুয়াল ইফেক্স ও গেম বানাতে পারবেন।এর কিছু Advance ফিচার হলোঃ

Fluid Effects
Bifrost
Classic Cloth
Fur
nHair
Machmover
Camera Sequence
এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভাবে আলোচনা করবো।এবং Crack Version ডাউনলোড লিঙ্ক সহ দিবো।

Cinema 4D

 

আপনি যদি এনিমেশনের সাথে CGI ও VFX কে ভালোবাসেন তাহলে এই সফটওয়্যারটি হবে আপনার প্রথম ভালোবাসা।কেননা এই সফটওয়্যার বাস্তবধর্মে বিশ্বাসী।অর্থাৎ যাকে বলে Realistic।এটি দিয়ে আপনি Hulk,Amaizing Spiderman,Iron Man এর মতো মুভি বানাতে পারবেন।আমরা Holliwood এর অনেক মুভিতে কিছু সুন্দর City দেখি যা বাস্তব মনে হলেও CGI Animation.এর প্রমান Bolliwood এই পাওয়া যায়।আপনি যদি Happy New Year মুভিটি দেখেন তাহলে আপনি জানেন মুভিটি Dubai এ করা হয়েছে। কিন্তু মুভিটিতে যে দুবাই দেখানো হয়েছে,নাচের যে মঞ্চ দেখানো হয়েছে তা পুরোটাই নকল।এই সফটওয়্যারের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে,এক সফটওয়্যারেই চারটি সফটওয়্যার পাবেন।যা হলোঃ Prime,Broadcast,Visualize,Studio।ও হ্যাঁ একটি কথা বলাই হয়নি এই সফটওয়্যারটি তৈরি করেছেন Maxon Studio।

Blender

 

এই সফটওয়্যারটি অনেকের কাছেই পরিচিত।এটি একটি Open-Source সফটওয়্যার। কিন্তু Open-Source হলেও কর্মে কিন্তু পিছিয়ে নয়।এটি আপনার এনিমেশন নিয়ে প্রাথমিক শিক্ষায় অনেক কাজে দিবে।এই সফটওয়্যারটি ছোট হলেই অবাক করা একটি বিষয় হলো NASA তাদের কাজের জন্য কয়েকটি 3D Design এই সফটওয়্যারের মাধ্যমে করেছে,যা এই সফটওয়্যারটিকে জনপ্রিয়তা এনে দিয়েছে।এটি দিয়েও Advance এনিমেশন করা যায়।এই সফটওয়্যারেও রয়েছে Cloth Simulation,Fluid Simulation,Physics Fluid Simulation,Particle Fluid Simulation যা এর সামর্থ্যর প্রমান দেয়।

DAZ 3D

এবারে সফটওয়্যারটি আপনাদের বেশি ভাগের কাছেই অপরিচিত।কিন্তু বর্তমান সময়ে আলোচিত একটি সফটওয়্যার এটি।এই সফটওয়্যারটি তৈরি করেছে Daz Productions Inc।এই সফটওয়্যারে অবশ্য আপনি হাই লেভেলের এনিমেশন বানাতে পারবেন না।কিন্তু এর Caracter Design এতো হাই-লেভেলের যা Cinema 4D,Maya এর মতো সফটওয়্যারে ব্যবহার করা হয়।তাই ভালো মানের একজন এনিমেটর হতে হলে আপনার এই সফটওয়্যারটিরও প্রয়োজন পরবে।তাই এই সফটওয়্যারটিকে ছোট করে দেখার নেই।

এই পর্বে আপনাদের প্রাথমিক ধারণা দিলাম এনিমেশন সফটওয়্যার সম্পর্কে।আগামীতে আরও বিস্তারিত আলোচনা করে টিউটোরিয়ালে যাবো।কেমন লাগলো টিউনমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালোলাগলে টিউনটি শেয়ার করবেন। আর ভালোলাগলে আমাকে Facebook এ একটি Like দিতে কার্পণ্য করবেন না।আমারঃ Facebook

সবাইকে অনেক ধন্যবাদ।

Level 0

আমি রিদওয়ানুল হক ফারদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যি এই রকম টিউন না হলে টেকটিউন্সকে স্বয়ংসম্পূর্ন বলে মনে হয়না। ধন্যবাদ এই রকম একটি শিক্ষা মূলক টিউন আমাদের মাঝে উপহার দেবার জন্য।
আর আশা করবো এনিমেশন মুভি তৈরির পুরো A2z টিউটোরিয়াল এর মাধ্যমে আমাদের শেখাবেন।

দারুন টিউন ভাইয়া

এনিমেশন মুভি আমার খুব ভালো লাগে। তাই থ্রিডি এনিমেশন ডিজাইন শিখতে চাই। টিউনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার কাছথেকে শিখতে পারব।

ভাইয়া DAZ 3D দিয়ে আমি কিছু কিছু কাজ করেছি ভালই তো লাগে। আর একটা কথা আরো একটা soft এর নাম মনে হয় লেখা হয় নাই। সেটার নাম হল Poser এটা আমার কাছে দারুন লাগে। তরব টিইন টা ভাল হইছে ধন্যবাদ।

    আমি Poser সম্পর্কে জানতাম।তবে সেটা দিয়ে Advance-Level এনিমেশন সম্ভব না তাই উল্লেখ করিনি।তবে সামনে Poser নিয়ে লেখব আশা করি।আপনাকে অনেক ধন্যবাদ

এই টিউনে ডাউনলোড লিংক দিয়া দিলে ভালো হত । টিউন পরিপূর্ণ করে চালিয়ে যাবেন ভাই ।

চালিয়ে যাবেন আশা করি