السلام عليكم আসসালামু আলাইকুম।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকের যে টিউনে আলোচনা করব স্কীন সেভার সম্পর্কে ও রিলেটেড ডাউনলোড সাইট সম্পর্কে। কম্পিউটার ব্যবহারকারী অনেকে স্কীনসেভার ব্যবহার করে থাকেন। সাধারনভাবে একটা নিদিষ্ট সময় পর্যন্ত কম্পিউটার ব্যবহৃত না হলে স্কীন সেভার চলে আসে। উইন্ডোজ কিংবা অন্যান্য অপারেটিং সিস্টেমে সাধারনত ডিফল্টভাবে স্কিন সেভার দেয়া থাকে। ইচ্ছা করলে আপনি আপনার পচ্ছন্দের স্কিনসেভারও ডাউনলোড করে ব্যবহার করতে পারন। কিন্তু বুঝে উঠে পারছেন না ঠিক কোথা হইতে আপনি ডাউনলোড করবেন। চিন্তার কোন কারন নাই। আমি ডাউনলোডের অসংখ্যক লিংক শেয়ার করছি। সেইগুলোতে ভিজিট করে নানান ক্যাটাগরীর মধ্য পচ্ছন্দনুযায়ী স্কীন সেভার ডাউনলোড করে পিসিতে ব্যবহার করতে পারবেন।
এই বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নাই। সাধারন অর্থে স্কীন সেভার হল উইন্ডোজের সাথে বিল্টইন যুক্ত একটি প্রোগ্রাম ইনক্লুডেড থাকে। তার অন্যতম কাজ হল আপনি যখন পিসিতে কোন কাজ করছেন না কিংবা পিসি চালু (ডেস্কটপ রানিং) আছে কোন কাজের পক্রিয়া ব্যতিত। এমন অবস্থাতে ৫/৭ মিনিট কিংবা বেশী সময়ের অপেক্ষাতে ডেস্কটপে যে বাহারী দৃশ্য কিংবা অন্য কোন ইমেজ মুভ হতে থাকে তাই হল স্কীন সেভার। স্কীন সেভার বিভিন্ন রকমের হতে পারে যেমন এক মাত্রিক, দুই মাত্রিক, থ্রিডি, কোন বর্ণীল ছবি কিংবা সাধারন মানের। উইন্ডোজের সাথে বিল্টইন স্কীন সেভার গুলো সাধারন মানের হয়ে থাকে। অনেক ব্যবহারকারীই বিভিন্ন ওয়েব সাইট হতে পচ্ছনীয় স্কীনসেভার ডাউনলোড করে ব্যবহার করে থাকেন। কম্পিউটার বিশেষজ্ঞদের মতে স্কীন সেভার চালু রাখলে মনিটরের স্কীন অনেকটা ভাল থাকে। তার কারন হল কোন কাজ ব্যতিত মনিটর চালু অবস্থাতে ডেক্সটপে থাকলে মনিটরের রং কালার গুলো স্থীর থাকে ফলে মনিটরের পিক্সেলগুলো এক জায়গাতে ঘনভূত হতে থাকে। এমন অবস্থাতে পিক্সেলগুলো ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তাই অনেকে স্কীন সেভার চালু রাখেন।
যেহেতু স্কীন সেভারের গুরুত্ব রয়েছে সেহেতু কাজের তাগিদে আমাদের পিসিতে স্কীন সেভার চালু রাখাটা ভাল। স্কীন সেভার চালু করাটা অনেক সহজ। যারা উইন্ডোজ ৭, ৮ ব্যবহার করছেন তারা ডেক্সটপে এসে মাউসের ডান বাটনে ক্লিক করে Personalize> Screen Saver এ- যান। সেখান হইতে যে কোনটি সিলেক্ট করে ওকে করুন। অপরদিকে আপনি যদি কোন সাইট হইতে স্কীন সেভার ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে Screen Saver অপশনে উক্ত তালিকাতে নাম দেখতে পাবেন। আরেকটি কথা যারা ল্যাপটপ ব্যবহার করছেন তারা মুলত স্কীন সেভার চালু না করে Power Saver অপশনটি চালু রাখতে পারেন। কেননা, ল্যাপটপে Screen Saver চালু থাকলে ও কাজ করলে ব্যটারীর চার্জ দ্রুত ফুরিয়ে আসতে পারে।
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...