3D অ্যানিমশন তৈরি করুন মজার এক সফটওয়্যার দিয়ে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সবাইকে আল্লাহ তায়ালা রোযা রাখার তওফিক দিক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার টিউনের লেখা শুরু করছি।আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।আজ আমি আপনাদের আবারো 3d অ্যানিমেশন করার দারুন এক সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব।যারা 3d অ্যানিমেশন শিখতে আগ্রহী তাদের কথা ভেবেই আমার টিউন।আশা করি আপনাদের কাজে লাগবে।চলুন সফটওয়্যারটির সাথে পরিচিত হই।সফটওয়্যারটির নাম Iclone .আমি যেটি শেয়ার করেছি এটি Windows 32 bit এর জন্য নয়,এটি আপনার 64 bit windows এ কাজ করবে।তবে এই iclone দিয়েও অনেক অনেক মজার অ্যানিমেশন করা যায়।আমরা নিচের চিত্র লক্ষ্য করলে  বুঝতে পারবো যে কি রকম 3d অ্যানিমেশন করা সম্ভব।

আমরা চিত্র লক্ষ্য করে নিশ্চয়ই বুঝতে পেরেছি সফটওয়্যারটির কেমন কাজ।এবার ডাউনলোড নিয়ে কিছু কথা।আমরা সফটওয়্যারটি ফ্রি  ডাউনলোড করতে পারবো।তো চলুন দেরি না করে এক্ষুনি সফটওয়্যারটির ফ্রি ডাউনলোড করে ফেলি।

ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

ডাউনলোড শেষ হলে ইন্সটল করেন।ইন্সটল শেষে আপনি কাজ করতে পারছেন না।কোন সমস্যা না,আপনি ইউটিউব মামাকে বললে আপনাকে অসংখ্য টিউটরিয়াল দিবে।যা থেকে আপনি খুব সহজেই একটু সময় দিয়ে 3d অ্যানিমেশন তৈরি করতে পারবেন।

আজ এ পর্যন্তই।দেখা আগামি টিউনে।সে পর্যন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।আমি নতুন টিউনার ভুল  ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

যারা আমার আগের টিউন দেখেন নাই দেখার জন্য এখানে ক্লিক করুন।

আমাকে Facebook Page এ পেতে এখানে ক্লিক করুন।

খোদা হাফেজ।

Level New

আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

eta to trial verson ,,,,,,

    হ্যা ভাইয়া।আপনার যদি ভাল লাগে সে অনুসারে চালিয়ে যান।Thank you.

নাজমুল ভাইয়া আপনাকেও ধন্যবাদ।

সফটওয়্যারের ফুল ভার্সন/প্র ভার্সন/ ক্র্যাক ভার্সন না দিলে সেই সফটওয়্যারের টিউন না করাই উত্তম,আর গুগলে খুঁজলে সব পাওয়া যাই।
এই নেন ফুল ভার্সন –
https://cloclo23.datacloudmail.ru/weblink/get/28cd5b04b2e2/iClone%20Pro%206.0.1218.1.rar

Aro Bistarito Review Likhle Best Hooto