আজকে আপনাদের এমন একটি সফটওয়্যারের কথা বলবো যা দিয়ে আপনি একাই অথবা আপনার এক-দুই বন্ধুকে নিয়েই সহজেই 3D CGI অ্যানিমেসন মুভি বানাতে পারবেন তাও আবার DremWorks,Pixar,Disnep এর মতো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে তাহলে এরা এতো টাকা খরজ করে কষ্ট করে মুভি বানায় কেন ? এই সফটওয়্যারে ব্যবহার করলেই হয়। আসলে তারা তাদের প্রত্যেক মুভিতে নতুন ক্যারেকটার, মোশন, স্টেজ, ভিজুয়াল ইফেক্ট ইত্যাদি ব্যবহার করে যা অনেক সময় সাপেক্ষ। কিন্তু Reallusion IClone 5.5 বা 6 দিয়ে আপনি সহজেই যে কোন অ্যানিমেসন মুভি বানাতে পারবেন তাও আবার কোন প্রোগ্রামিং না জেনে। শুনে অবাক হলেও এটা ১০০% সত্যি।কারন IClone সফটওয়্যারে ক্যারেকটার, মোশন, স্টেজ, ভিজুয়াল ইফেক্ট আগে থেকেই দেয়া আছে। আপনার ইচ্ছা মতো সব সাজিয়ে Export এ ক্লিক করলেই আপনার অ্যানিমেসন মুভি তৈরি। আর মজার ব্যাপার হলও আপনার একটি মুখের ছবি থাকলেই আপনি নিজের অ্যানিমেসন মুভির ক্যারেকটার হয়ে জেতে পারবেন।এবং আপনার মুভিকে বাস্তব রুপ দিতে রয়েছে Indigo Renderer।যা নিয়ে পরে আরও বিস্তারিত লেখব।আপনি আপনার এনিমেশন মুভিকে 4K রেজুলেশনে এক্সপোর্ট করতে পারবেন।
IClone সফটওয়্যারটি কিন্তু ফ্রী নয়। তবে আমি আপনাদের নিরাশ করবোনা। যদিও সফটওয়্যারটির দাম প্রায় ৩০০০০ হাজার টাকা আমি আপনাদের এটি ফ্রীতে দিবো।আগামীতে IClone নিয়ে আর লেখব,আজ এ পর্যন্তই। পোস্তটি কেমন লাগলো জানাবেন।
Download IClone 6.02 (Zip Pass: Buhta.WS)
আমি রিদওয়ানুল হক ফারদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
software tar use kivabe sikhbo? yr fb id pawa jabe bro..