আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
১। এনিমেশন জিনিস টা আমার কাছে অনেক ভাল লাগে, আর শিখতে অনেক ভাল লাগে
আর আমি লেখার / ছবি দিয়ে কিভাবে এনিমেশন তৈরি করতে তা নিয়ে কয়েকটি টিউন করেছি
আজ ও একটি সফট পেলাম চিন্তা করলাম তা নিয়ে একটি টিউন করে ফেলি, এভাবে আরো
এনিমেশন তৈরি করা সফট আছে তার থেকে বাছাই করে কয়েকটি সফট আপনাদের মাঝে শেয়ার করব (ইনশাআল্লাহ)
তো শুরু করা যাক এনিমেশন তৈরির কাজ প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে চালু করুন,
চিন্তা নেই ইন্সটল দেওয়ার কোন
ঝামেলাই নেই, পোর্টেবল সফট তাই।
এবার Add বাটনে ক্লিক করে আপনার ছবি গুলো দেখিয়ে দিন।
এবার Create বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
আর দেখুন কেমন হয়েছে আপনার এনিমেশনটি।
২। আগামীকাল ৯.৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ বনাম ভারত এর খেলা আর এই খেলা নিয়ে শুরু হয়েছে ফেইসবুকে অনেক মাতামাতি কেউ বলে বাংলাদেশ জিদবে আর কেউ বলে ভারত, আর তারা আমাদের জন্য হেয় করে বানিয়েছেন মওকা মওকা ভিডিও আর আমরা ও তার জবাব দিয়েছি, আর YouTube থেকে সরে ফেলা হয়েছে মওকা মওকা ভিডিওটি আর আমরা তাদের অনেক ওয়েব সাইট হ্যাক করেছি, আর কাল দেখা যাবে আমরা কি করতে পারি ( সকলের দোয়া রইল আমরা যেন জিদতে পারি) জয় হবেই আমাদের ইনশাআল্লাহ।।
ফেইসবুক / নেই থেকে পাওয়া ছবি গুলো একসাথে করে দিলাম ডাউনলোড করে নিন।
আমি ও ফটোশপে কাজ করি ১টি ছবি বানালাম (চলো বাংলাদেশ চলো এগিয়ে) আমরাই আছি তোমাদের সাথে।
আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
tnxxx for share