আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমি এনিমেশন নিয়ে অনেক টিউন করেছি এবং এনিমেশন শিখা আমার থেকে অনেক ভাল লাগে আর শিখতে শিখতে অনেক গুলো টিউন হয়ে গেল এনিমেশন এর, আগের মত আর পিসিতে সময় দিতে পারি না, না হলে এনিমেশন নিয়ে আরো অনেক গবেষনা করে আরো কয়েকটি টিউন করতে পারতাম, আর সবাই আমার জন্য দোয়া করবেন যে আপনাদের আমি ভাল ভাল টিউন উপহার দিতে পারি। তাই আজ গুগ্ল মামার কাছে এনিমেশন লিখে সার্চ দিয়ে ভাল ১টা এনিমেশন সফট পেলাম ! যা দিয়ে আমরা যা লিখবো তা আবার এনিমেশন আকারে সেভ করে দেখা যাবে।
আমি প্রথমে কাজ করে দেখলাম ভাল লাগল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনিও ব্যবহার করে দেখুন মজা পাবেন।
প্রথমে এখান থেকে সফট টি ডাউনোড করে নিন, তারপর অন্যান্য সফট এর ন্যায় পিসিতে ইন্সটল দিন, তারপর চালু করুন। তাহলে নিচের মত দেখতে পাবেন।
এবার Record বাটনে ক্লিক করুন।
তারপর যে কোন ১টি নাম দিয়ে সেভ করুন, পরে এনিমেশন টি দেখার জন্য।
এবার আপনি যা কাজ করবেন সব রেকর্ড হবে, আর এই রেকর্ড জিপ আকারে সেভ হবে। পরে আপনি যে কাউকে এই দিলে সে অতি সহজে কাজটুকু বুঝতে পারবে।
আর এনিমেশন নিয়ে ১টি মজার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
চমৎকার ভাই। ধন্যবাদ ভাই শেয়ার করবার জন্য