আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কয়েকটা ফানি সফট, এই সফট গুলো আসলে মজার জন্য তৈরি করা হয়েছে, এগুলো কাজের না হলে ও কিন্তু মজার বটে। আমি ব্যবহার করে দেখলাম খুব ভাল লাগল তাই সবার মাঝে শেয়ার করা, আপনিও ব্যবহার করে দেখুন ভাল লাগবে। তাহলে আর দেরি কেন এক এক করে নিচের লিংক গুলো থেকে ডাউনলোড করে নিন আর আপনার পিসিকে ফান এর রাজ্য পরিণত করুন ।
১। Butterfly on Desktop: এটা আপনার ডেষ্টপে খুরাফেরা করবে প্রথমে দুটো দেখা যাবে আপনি ইচ্ছা করলে সেটিং থেকে বাড়িয়ে নিতে পারবেন । ডাউনলোড এখানে ক্লিক করুন।
২। fly on desktop: এই ফানি সফট টি সেটআপ দিয়ে দেখুন, আপনার ডেস্কটপে মাছি চলাফেরা করবে বাস্তবে মনে হবে আপনার ডেস্কটপে মাছি চলাফেরা করছে আসলে কিন্তু তা নয়, এটা এক ধরনের ফানি সফট মজার জন্য তৈরি করা । ডাউনলোড এখানে ক্লিক করুন।
৩। Cockroach On Desktop: মেয়েরা তেলেপোকা দেখলে ভয় পায় বেশি এই ফানি সফট টি সেটআপ দিয়ে মেয়েদের দিন পিসির সামনে দেখবেন ভয়ে আর পিসির সামনে আসবে না। এভাবে আপনি আপনার পিসি রেহাই পাবেন, ছোটদের হাত থেকে । ডাউনলোড এখানে ক্লিক করুন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
হোছাইন::একটা help দরকার করুন piz
নিচের লেখাটা পরুন আর কি বোচ্ছে? একটু বলেন
piz
[[ ১.১৩ টিউন করে ডাউনলোড
করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের
ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য
নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন
অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে “আমার
ব্লগ” উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের
লিংক দেওয়া যাবে। ]]]