তৈরি করুন ঈদ এনিমেশন শুভেচ্ছা ( দারুণ এক সফট দিয়ে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, দারুণ এক সফট যা দিয়ে আপনি ঈদের এনিমেশন শুভেচ্ছা বানাতে পারবেন অতি সহজে।

প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন, তারপর অন্যান্য সফট এর ন্যায় ইন্সটল করুন।

তার আগে আপনি ফটোশপে ভাল জানা থাকলে আমার মত ৪টি ডিজাইন তৈরি করে রাখুন পরবর্তী আমাদের এই ছবি গুলো এনিমেশন তৈরি তে কাজে দিবে।

এবার আমাদের এনিমেশন করার পালা এনিমেশন তৈরি করতে GIMP 2 সফট টি চালু করুন।

এবার File>Open as Layers বাটনে ক্লিক করে আপনার ছবিগুলো দেখিয়ে দিন উপরের মত করে । তাহলে আমাদের ছবি গুলো লেয়ার এর মধ্যে শো করবে।

এবার আমাদের এনিমেশন তৈরি করার পালা এনিমেশন তৈরি করতে Filters> Animationএ ক্লিক করুন ।

আর এনিমেশন টি কি রকম হল তা দেখতে Filters> Animation > Playback বাটনে ক্লিক করে Play বাটনে ক্লিক করে দেখুন ।

সবশেষ Save করতে হলে File> Export As বাটনে ক্লিক করুন- তাহলে নিচের মত ১টি ডায়ালগ বক্স আসবে, নিচের মান দিয়ে Export বাটনে ক্লিক করুন । ১টি জিনিস ভাল করে খেয়াল রাখতে হবে যে এখানে Delay between frames where unsecified বক্স এ সাধারণত মান 20 দেওয়া থাকে যদি মান 20 থাকে আপনি 500 করে দিন না হলে কিন্তু এনিমেশন হবে কিন্তু খুব দ্রুত হবে।

উপরের নিয়মে কাজ করা আমাদের ফাইনাল এনিমেশন টি এবার বন্ধুকে পাঠিয়ে দিন ঈদের অগ্রিম শুভেচ্ছা...

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

flash is best