আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের এমন ১টি সফট উপহার দিব যা দিয়ে আপনি আপনার লেখাকে 3D Gif এনিমেশনে রুপান্তর করতে পারবেন! 3D Text Factory এমন একটি সফট যা দিয়ে আপনি 3D লেখার এনিমেশন তৈরি করতে পারবেন, প্রথমে এখান থেকে ডাউনলোড করুন। তারপর চালু করুন।
এবার T বাটনে ক্লিক করে বাংলা/ ইংরেজীতে কিছু লিখুন, আমি ইংরেজীতে Techtunes লিখলাম।
এখন এনিমেশন বাটনে ক্লিক করে লেখার মধ্যে কেমন 3D এনিমেশন দিবেন তা সিলেক্ট করুন।
এখন লেখার কালার/ ব্যাকগ্রাউন্ড কালার দিতে Background ক্লিক করে ব্যাকগ্রাউন্ড দিন আর Texture ক্লিক করে লেখার কালার দিন।
সবশেষ Light/Shadow দিয়ে সেভ করতে File>Export Anamition>Export GIF File ক্লিক করে যে কোন নাম দিয়ে সেভ করুন।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের থ্রিডি এনিমেশন।
১। Techtunes নাম দিয়ে 3D এনিমেশন!
২। আমার নাম দিয়ে বাংলাতে 3D এনিমেশন!
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
খুব সুন্দর একটা সফট ! ধন্যবাদ ।