নিয়ে নিন এনিমেশন তৈরি করার দুটি সফট (১টি 3D অপরটি 2D)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

১। লেখাকে 3D আকারে এনিমেশন তৈরি করতে Insofta 3D Text Commander কোন জুড়ি নেই। তাহলে আর দেরি এখান থেকে ডাউনলোড করে নিন। এই সফটওয়ারের সুবিধা হল ইন্সটল দেওয়ার কোন ঝামেলা নেই পোর্টেবল তো তাই, সাইজ মাত্র ১২ মেগাবাইট।

ডাউনলোড করে ওপেন করুণ।

তারপর চালু করুণ

এবার Text বক্স বাংলা লিখতে হলে MS Word থেকে এ বাংলা লিখে এখানে পেষ্ট করে দিলে হবে তারপর ফন্ট বক্স থেকে SutonnyMJ সিলেক্ট করে দিন।

এবার আপনার পছন্দের লেখার কালার/ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন।

এবার ছবি কে সেভ করতে হলে Save Animation বাটনে ক্লিক করে পছন্দের ফরম্যাট সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করুণ।

সেভ হতে একটু সময় নিবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুণ। এভাবে Camera & Position,, Light, Shadow ও Refection বাটনে ক্লিক করে আপনার 3D লেখাকে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবেন।
নিচের আমার উপরের নিয়মে তৈরি করা 3D এনিমেশন।

২। লেখাকে এনিমেশন এবং ছবিকে এনিমেশন দিতে হলে Animate Gif দারুণ একটি সফটওয়ার । এটাও 3D এর মত পোর্টেবল তাই ইন্সটল দেওয়ার কোন ঝামেলা নেই।
সফটওয়ার এখান থেকে ডাউনলোড করে নিন, তারপর চালু করুণ।

এবার আমরা যে ছবিগুলো দিয়ে এনিমেশন তৈরি করব ছবি গুলো উপরের টেনে ফেলে দিন।

উপরের লাল দাগ দিয়ে দেখানো মত কাজ করুণ আর সবশেষ Animate বাটনে ক্লিক করুণ ।
সেভ ডায়ালগ বক্স আসবে এবার যে কোন একটি নাম দিয়ে Save করে রাখুন।


বিঃদ্রঃ ছবি আর লেখাগুলো ফটোশপে কাজ করে একই মাপে দিতে হবে না হলে এনিমেশন হবে কিন্তু ছবিগুলো ছোট বড় থাকার কারনে এনিমেশন সুন্দর হবে না।
ভাল লাগলে মন্তব্য জানাতে ভুলবেন না।

আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ। সংগ্রহে রেখে দিলাম।

Khub valo.

Level New

Valo legece, thanks!

    @Ridwan Ahmad: ভাল লাগার জিনিস তো ভাল লাগবেই 🙂 ধন্যবাদ

      Level New

      @হোছাইন আহম্মদ: 2nd bar try kore o Animate soft ta monehoy
      tik vabe download korte parini. Eta koto MB? janale valo hobe.

Level 0

bhi prtom software ta open hoy na ki korbo ?

    @fxtrader: হবার তো কথা, কেন হচ্ছে না তা তো বুঝলাম না। আচ্ছা আপনি Windows কোনটা ব্যবহার করেন?

অনেক সময় দরকারে লাগতে পারে তাই সংগ্রহে রাখলুম। 😀

Level New

সফটওয়ার win7 এ কাজ করছে না। crash relunching দেখাচ্ছে দ্রুত সমাধান দেন…………. না হলে টিউন ডিলিট করে দাও।

    @azad Rahman: প্রথমে স্ফটোয়াওর উপর রাইট বাটনে ক্লিক করে Properties বাটনে ক্লিক করুণ তারপর Compatibillty বাটনে ক্লিক করে Run this Program in Compatibillty Mode for থেকে Windows 95 সিলেক্ট করে দেখতে পারেন। (আশা করি হবে) আর আমি নিজে ট্রাই করে Windwos 7 আর এক্সপিতে কাজ করে টিউন টা দিলাম । ধন্যবাদ

ধন্যবাদ ভাই, জটিল জিনিস।