আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
ঈদ এনিমেশন তৈরি করার চমৎকার একটি সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে অনেক সুন্দর সুন্দর ঈদ/ বিভিন্ন এনিমেশন তৈরি করা যায় অতি সহজে, আমি নিজে এই নিচের এনিমেশন গুলো এই সফটওয়্যার দিয়ে করেছি আপনিও আমার মত চেষ্টা করুন! ইনশাআল্লাহ পারবেন।
প্রথমে এখান থেকে Animated Banner Maker সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
তারপর অন্যান্যা ১০টি সফটওয়্যার এর ন্যায় চালু করুন। আর একটি সুবিধা হল সেটআপ দেয়ার কোন ঝামেলা নেই, সাইজ মাত্র ১৭ এমবি ।
তাহলে আর দেরি কেন ডাউনলোড করে নিন।
এবার Banner, Fire, Line, Backgroun, Flash ইতাদি মেনু থেকে যে কোন একটি তে ক্লিক করুন আপনার পছন্ত অনুযায়ী।
Input Text বক্স বাংলাতে লিখতে হলে প্রথমে MS Word এ বাংলা লিখে কপি/কাট করে Input Text পেস্ট করতে হবে।
Enter & Exit Effect বক্স থেকে আপনার পছন্দের ইফেক্ট সিলেক্ট করুন এবং অন্যান্য সেটিংস ঠিক করে ।
আশা করি এখন নিজেরাই চেষ্টা করলে পারবেন । না পারলে তো আমি আছি।
সবশেষ আমাদের তৈরি করা ঈদ এনিমেশনটি Save করতে Save To GIF বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
হোছাইন আহম্মদ .ভাই।আপনাকে ধন্যবাদ………..