নিজের ছবি দিয়ে বানিয়ে ফেলুন এনিমেশন (মাত্র ২ মিনিটে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের শিখাবো কিভাবে সফটওয়ার ছাড়া ছবির/ছবির লেখার  এনিমেশন তৈরি করতে হয় তার নিয়ম, আমি বিভিন্ন ওয়েব/সফটওয়ার দিয়ে ছবির এনিমেশন তৈরি করি কিন্তু অন্যান্য সফটওয়্যার/ ওয়েব সাইট থেকে আজকের সাইটের মধ্যে অনেক সুন্দর এনিমেশন তৈরি করা যায়, তাহলে চলুন আর কথা না বলে বিস্তারিত জেনে নিই।

😆 নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন, আর ভালো ভালো এনিমেশন তৈরি করুন।

এনিমেশন তৈরি করতে হলে এখানে ক্লিক করুন। 

তাহলে নিচের মত একটি পেজ আসবে।

এবার Browse বাটনে ক্লিক করে আপনার ছবি দেখিয়ে দিন, আমি আমার তিনটি ছবি সিলেক্ট করেছি আপনি যে কোন ছবি নিতে পারেন কিন্তু ১০টির বেশি গ্রহণ যোগ্য হবে না।

এবার Continue বাটনে ক্লিক করুন এনিমেশন এর জন্য। নিচের মত করে।

নিচে দেখুন কাজ হচ্ছে ,কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

সবশেষ Download বাটনে ক্লিক করে Save করে রাখুন।

তাহলে আমাদের ফাইনাল আউ্টফুট নিচের মত হবে, আপনার ছবি অনুযায়ে আবার অন্য রকম হতে পারে।

বিঃদ্রঃ একটা জিনিস খেয়াল রাখতে হবে ছবি আপলোড করার সময় একই মাপের দিতে হবে, না হলে এনিমেশন এর ছবির সাইজ ছোট বড় হবে এনিমেশন টা দেখতে সুন্দর হবে না। 

প্রথম প্রকাশ আমার ওয়েব সাইটে
আজকের মতো এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই
ছালাম রইল,
আমি একটি সমস্যায় পড়েছি যদি পারেন সমাধান দিয়েন ।
নেট থেকে ছবি কপি করে নেয়ার পর ঐ ছবি ইউনিক করবো কি ভাবে ?

    @zaman: কোন সাইটে লিঙ্ক দিয়ে আপলোড করেন । তাহলে ঐ লিঙ্কের ছবি হবে ইউনিক…

    @zaman: ওলাইকুম আসসালাম, সুন্দর একটি প্রশ্ন করেছেন!! এটা আমার জানা নেই@ ধন্যবাদ

প্রিয় পাঠক ভাইরা। আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই।
আমার বোন ইন্ডিয়ায় থাকে। সে বেশ কিছু ‍দিন যাবৎ আমাকে কিছু টাকাপাঠানোর জন্য চেষ্টা করছে। কিন্তু ভারতীয় কোন ব্যাংক থেকে নাকিবাংলাদেশে টাকা পাঠানো যায় না। Western Union বা এরকম যেসবকোম্পানী আছে তাদের মাধ্যমেও কোন নাকি কোন টাকা পাঠানো যায় না।আপনাদের মধ্যে যদি কেউ জানেন যে, কিভাবে ইন্ডিয়া থেকে কিভাবে টাকাআনা যায় তবে আমাকে একটু হেল্প করে।
অনেক অনেক উপকার হবে।

Level 0

apni nije western union /money gram ar website visit kore dehkhon ta hoke bojhteparben

শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু ভাই “আল্লাহ ফাফেজ, দেখা হবে আগামী টিউনে”
দয়া করে বলবেন এই এ্যানিমেশনটি কিভাবে তৈরি করলেন? এটা কি ফ্ল্যাশ সফটওয়্যার দিয়ে তৈরি?

Level New

vai erokom kono soft nai????????????