আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা অনেকেই এনিমেশন পছন্দ করি।অনেকে অনেক এনিমেশন সংগ্রহ করি।আর নয় সংগ্রহ আজ থেকে নিজের পছন্দ মত এনিমেশন তৈরি করুন।নিচের সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজেই অনেক সুন্দর সুন্দর এনিমেশন তৈরি করতে পারবেন। নিচের পদ্ধতি অনুসরণ করে।
তাহলে আর দেরি না করে এখান থেকে Easy GIF Animator 5 Pro পোর্টেবল সফটওয়্যারটি। ডাউনলোড করে নিন সাইজ মাত্র ৮.১৩ মেগাবাইট) পোর্টেবল সফটওয়্যার তাই ইন্সটল দেয়ার কোন ঝামেলা নেই।
এবার ঈদ এনিমেশন তৈরি করতে হলে সফটওয়ারটি চালু করুন।
তার আগে আপনি আপনার পছন্তমত একটি ডিজাইন ফটোশপে তৈরি করে Save করে রাখুন কারন আমাদের ঈদ এনিমেশন তৈরি করতে ফটোশপ ডিজাইন টা কাজে লাগবে।
আমি ফটোশপে একটি ডিজাইন করলাম, আপনারা আপনাদের পছন্ত মত ডিজাইন করবেন।
এবার আপনি ঈদ এনিমেশন তৈরি করতে Easy GIF Animator সফটওয়ারটি চালু করুন।
তারপর Create New Animation এ ক্লিক করুন।
এবার Add Image ক্লিক করে আমাদের উপরের করা ফটোশপের ডিজাইনটি দেখিয়ে দিন।
তারপর কোন কিছু পরিবর্তন না করে তিনবার Next বাটনে ক্লিক করে Finish বাটনে ক্লিক করুন। তাহলে আমাদের ডিজাইন টা নিচের মত দেখা যাবে।
এখন Create Animation Text বাটনে ক্লিক করে করে আপনার লেখার এনিমেশনটা লিখে দিন। আমি অগ্রিম শুভেচ্ছা লিখলাম আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী লেখা লিখবেন। নিচের দিকে খেয়াল করুন।
উপরের ডায়ালগ বক্স এর মধ্যে দিয়ে আপনি লেখাকে বিভিন্ন আঙ্গিকে সাজাতে এবং শো করতে পারবেন চেষ্টা করে দেখুন।
পরিশেষে File>Save AS ক্লিক করে আমাদের তৈরি করা এনিমেশন টি Save করে
রাখুন।
নিচে আমার উপরের নিয়ম অনুসারে কাজ করা এনিমেশনটি।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
অনেক ধন্যবাদ হোছাইন ভাই