সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। আমাদের দেশেও প্রযুক্তির ছোঁয়া দিনে দিনে বাড়ছে। এইযে কদিন আগেই আমাদের দেশের তরুণরা দেশের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা তৈরি করেছে। এখন আমরা তুলনামুলকভাবে আগের থেকে অনেক উন্নত। আবার কয়দিন আগে তৈরি হয়েছে সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এনিমেশন কার্টুন। ভিডিওটির নাম MURGI KENO MUTANT. তৈরি করেছে Toon Bangla Animation Studio. এই প্রতিষ্ঠানটি নানা ধরনের 2D ও 3D Animation তৈরি করে। ভিডিওটি বিভিন্ন জায়গায় Best Animation Award পেয়েছে। একারণে এতে Subtitle ও যুক্ত করা আছে। এ সম্পর্কে ভাল কোন তথ্য দিতে পারলাম না বলে দুঃখিত। Toon Bangla-এর নিজস্ব ওয়েবসাইট থেকে অনেককিছু জানতে পারবেন। তাদের ওয়েবসাইটঃ http://www.toonbangla.com/
ভিডিওটি ডাউনলোড করে নিন এখান থেকেঃ https://www.dropbox.com/s/aogsj5asvi0dpn2/153517074.mp4
দুইটি স্ক্রীনশটঃ MURGI KENO MUTANT
(Attack of the Killer Mutant Chickens)
আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এরর দেখায়