3D Max এ করা আমার কিছু কাজ

থ্রীডি এনিমেশনে করা আমার কিছু কাজ। নিজে নিজে শিখার চেষ্টা করছি। জানিনা কতটুকু পেরেছি।  কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে অনেক ব্লগার আছে যারা এনিমেশনে কাজ করে অবশ্য তাদের কাজ দেখে আসলে এই পোস্ট করার সাহস পেয়েছি। এবং তাদের দেখে কিছুটা অনুসরণ করার চেষ্টা করছি। আপনাদের পরামর্শ আমার কাজের ক্ষেত্রে অনেক অনুপেরনা যোগাবে।

Level 0

আমি সামিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান, আমি তো থ্রীডি তে কাজ শিখতে চাই। কিভাবে শুরু করতে পারি?

কিছু পরামর্শ মিললে ভাল হত,,,,,,,

এটা যদি ১০০% আপনার নিজের করা হয়ে থাকে, তাহলে বলতেই হচ্ছে অ-সা-ধা-র-ন।

    @বাবু: নিজে অনেক কষ্ট করে করেছি তাই এটা ১০০% আমার নিজের করা।

আমার একটা পেজ রয়েছে আমি আমার সব কাজ সেখানে শেয়ার করি
http://www.facebook.com/sameul3D

চমৎকার ! অসাধারন ! অনেক ভালো লাগলো।

Level 0

ভালই হয়েছে। আমি ৩d এর কাজ পারিনা তবে মনে হচ্ছে Ligting টা ভাল মত ব্যবহার করতে পারলে আপনি অনেক ভাল করবেন। আর আমাদের জন্য একটা সিরিজ টিউন করেন ভালই হবে ইনশাল্লাহ

    @iPagol: চেষ্টা করছি দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। মতামতের জন্য ধন্যবাদ

Level 0

ভাইয়া আপনার কাজ দেখে ইর্ষাণ্বিত হতে হয়। বিশেষ করে Info Desk টা….অসাধারন। আমাদেরও একটু ধারাবাহিক টিউন করে শেখালে খুব উপকৃত হতাম।

    @seeam: ইনশাআল্লাহ একসময় ধারাবাহিক টিউন করবো।

সামিউল ভাই, আপনার কাজগুলো অনেক সুন্দর হইছে। আমারও এই বিষয়ের প্রতি অনেক আগ্রহ। টুকটাক ট্রাই করেছিলাম কিন্তু রেন্ডারিং ভালো করে দিতে না পারার কারনে আউটপুট ভালো হচ্ছে না। পিসির কনফিগ তুলনামুলকভাবে সেইসময় ভালো ছিলনা আর এখন থ্রীডিতে কাজ করা হচ্ছে না। কিন্তু অনেক ভালো লাগে থ্রীডিতে কাজ করতে।

আপনার সব কাজই সুন্দর হইছে কিন্তু সবশেষের দুইটি কাজ বেশি জটিল হইছে।

    @এলিন: আমারও পিসির কন্ডিশন বেশী একটা ভালো না রেন্ডারিং দিতেগেলে পিসির জান বের হয়ে যায়। তার পরেও হাল ছারিনি। কারন যেতে হবে অনেকটা পথ।

Level 0

apnar cesta deke kub valo laglo..asa kori samne aro valo korben..

tobe mone hoy apni jodi ambient occlusion ta use koren tahle aro valo hoito..

ভাই পারলে 3D উপর টিউন কইরেন তাহলে আমাদের মত যারা 3D শিখতে আগ্রহি তাদের অনেক উপকার হবে।

আমি শিখতে চাই 🙁

Level 2

lighting এর ব্যাপারে আপনাকে আরেক্তু সচেতন হওয়া উচিৎ