ফটোশপ এর যাদু [পর্ব-০৯] :: এবার আপনি তৈরি করুন এডোবি ফটোশপ ও ইমেজরেডি দিয়ে ছবির এনিমেশন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। ছবি সম্পাদনা, গ্রাফিক্স তৈরী ও নানা কাজে এডোবি ফটোশপ ব্যবহৃত হয়ে থাকে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এডোবি ফটোশপ ও ইমেজরেডি দিয়ে কিভাবে ছবির এনিমেশন তৈরি করা যায়, তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।

প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।

তারপর যে কোন একটি PSD ফরম্যাটের ছবি ফটোশপে ওপেন করুন। নিচে আমি একটা ছবি নিলাম আপনারা যে কোন ছবি নিতে পারেন। অথবা আপনি এখান থেকে আমার করা PSD ফাইল টা ডাউনলোড করুন...... আর নিচের ধাপগুলো ভালো করে অনুসরণ করে চলুন......।

এবার টুলস বক্স এর Edit in Image ready বাটনে ক্লিক করুন। ইমেজ রেডি চালু হবে।

ইমেজ রেডির animation window প্রর্দশিত করে নিন ( না করা থাকলে window মেনু হতে animation এ ক্লিক করুন )। না বুঝলে নিচে দেখুন।

এবার animation window এর বামে অবস্থিত বাটনে ক্লিক করে new Frame এ ক্লিক করুন তাহলে animation window তে নতুন ১টি frame প্রর্দশিত হবে।

এবার animation window এর নিচে Tweens animation frames ক্লিক করলে একটা ডায়াল বক্স আসবে এখান থেকে Frames to add বক্স এ- ১০ লিখে Ok তে ক্লিক করুন। নিচে দেখুন......

তাহলে নিচের মত animation window তে কয়েকটা ফ্রেম দেখা যাবে।

এবার Move Tool নিয়ে ফ্রেম ১২ নম্বর সিলেক্ট করে ছবিটাকে আস্তে করে টেনে দিতে হবে এভাবে ১২ থেকে ০১ পর্যন্ত animation window উপরের ছবিটা টেনে দিতে হবে। নিচে দেখুন

এবার animation window এর Play বাটনে ক্লিক করে দেখুন । দেখা শেষে Stop বাটনে ক্লিক করুন।

ফাইনাল আউটপুট পাওয়ার জন্য File মেনু হতে save Optimized ক্লিক করুন। যে কোন একটি নাম টাইপ করে Save বাটনে ক্লিক করুন।

কাজ শেষে ইমেজ রেডি এবং ফটোশপ বন্ধ করুন এবং আপনার তৈরি করা ছবির Animation এর Gif ফাইলটি ওপেন করে দেখুন।

এভাবে লেখার এনিমেশন করা যায় চেষ্টা করে দেখুন আপনিও পারবেন।

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…আর কেউ খারাপ মন্তব্য করবেন না।

আজ এই পর্যন্ত * ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই অনেক সুন্দর হচ্ছে।আপনার ফটোশপ এর টিউন গুলা খুবই সুন্দর এবং অনেক কিছু জানতে পারছি।থামবেন না ভাই চালিয়ে যান।অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউন গুলার জন্য।

Level 0

vai sundor tune..
Vai photoshop jadu porbo 3 er linta dorkar..

Level 0

সরি ভাইয়া আসলে আমার ওই লিঙ্কটা চাই যেটাতে আপনি নিজের ছবিকে খেলয়ারে রুপান্তর করেছেন।।
ধন্যবাদ

onek din try korechilam kintu pari nai, ekhon parsi. Onek Onek dhonnobad

ভাই পারতেছি না. মুভ টুল দ্বারা চিত্রে দেখানো অনুযায়ী টানলা কিন্তু হচ্ছে না। মুভ টুল দ্বারা সঠিক ভাবে টানাতে পারছি কিনা তাও বুঝতে পারছি না। প্লিজ সাহায্য করুন।