বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমার অনেক দিনের ইচ্ছে জিফ এনিমেশনের নানা দিক ও বৈচিত্রময় জিফ এনিমেশন তৈরী করার একটি মেগা টিউন উপহার দেব। আর দশটা ইচ্ছের মত এটিও মাথায় গেঁথে আছে। দিতে পারছি না সময়ের অভাবে। কথা দিচ্ছি হঠাৎ কোনো একদিন পেয়ে যাবেন। তবে দুধের স্বাদ ঘোলে মিটানোর জন্য এই টিউটি দিচ্ছি।
এই ওয়েব সাইট দিয়ে নিমিশেই তৈরী করে নিতে পারেন ছবি থেকে জিফ এনিমেশন।
Choose File ক্লিক করে আপনার মনের মত ছবি নিয়ে আসুন। এখানে ৩টি Choose File দেয়া আছে। ৩টি ছবির বেশী দরকার হলে Add one more picture ক্লিক করে আরও ছবি নিয়ে আসতে পারবেন।
১. Size নির্ধারণ করে দেয়া যাবে।
২. জিফ এনিমেশনের স্পিড নির্ধারণ করে দেয়া যাবে।
৩. ছবি নিয় আসার পর Create animation ক্লিক করলে ছবিটি জিফ এনিমেশনটি দেখা যাবে।
Create animation দেয়ার পরে জিফ এনিমেশনটির প্রিভিউ উপরে দেখতে পাবেন। এছাড়াও আপনার ব্লগে কিংবা অন্য কোথাও এই ছবিটি ব্যাবহার করতে চাইলে এই সাইটের সার্ভার থেকেই পারবেন।
এনিমেশনটি সেইভ করার জন্য Save this animation ক্লিক করুন।
এই ওয়েবসাইট দিয়ে এই জিফ এনিমেশনটি তৈরী করা হয়েছে।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
(Y)