থ্রী-ডি টেক্সট এনিমেশন :: পানির মত সহজ :: নিজে তৈরি করার ১০০০% নিশ্চয়তা!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

অনেকেই জানেন ইউলিডের সফট মানে রেডিমেট কিছু। সত্যিই কি তাই? আমি মনে করি ইউলিডের সফটওয়্যার গুলো সহজ। কিন্ত যার কাছে আজও ইউলিডের সফটওয়্যার গুলো আসে নি তার কাছে কি সহজ? অবশ্যই না। তবে এক ঝলকের পরিচয় ও বুঝতে পাডরলে পানির মত পরিস্কার হয়ে যাবে।

আমি মনে প্রাণে বিশ্বাস করি কাউকে কিছু দিতে হলে কোনো ফাঁকফোকর না রেখে স্পষ্ট ভাবেই দেয়া উচিৎ। আমি আসলে বলতে চাচ্ছি একদম পরিষ্কার করে অন্যকে বোঝাতে পারা হলো টিউটিরিয়ালের প্রধাণ গুণ। আমি এই টিউনটিতে প্রতিটি স্তর আলাদা আলাদা ভাবে স্কৃণ শর্টের মাধ্যমে দিয়েছি। অনেকে মনে মনে ভাববেন “আমি তো এগুলো পারতামই” বিশেষ করে ইন্সস্টলেশন প্রক্রিয়াটি এর আবার এতো কিছু লাগে কি করে। আমার ফোকাস সবার দিকে একদম আজ যিনি টেকটিউনসের প্রথম মেহমান থেকে এক্সপার্ট পর্যন্ত। যেন কেউ কাজটি করতে গিয়ে আটকে না যায়।

আমার বিশ্বাস একজনকে একটি জায়গা পর্যন্ত কোনো রকম নিয়ে গেলে তিনি নিজের প্রচেষ্টায় আরও অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। জয় হবেই। তবে কাজের মধ্যে মজা পেতে হবে। প্রাকটিস করতে হবে।

তাহলে শুরু করা যাক। সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Download Now এ ক্লিক করুন।

ডাউনলোড হচ্ছে।

ডাউনলোড কমপ্লিট হলে এই বক্সটি আসবে এখান থেকে Install Now এ ক্লিক করুন।

ইন্সস্টল হওয়া শুরু হবে।

Next এ ক্লিক করুন।

I accept the terms of the license agteement সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

Next> এ ক্লিক করুন।

Next> এ ক্লিক করুন।

Install এ ক্লিক করুন।

ইন্সস্টর হচ্ছে। ভুলেও Cancel এ ক্লিক করবেন না।

ব্যাস হয়ে গেছে। Next> এ ক্লিক করুন।

Finish এ ক্লিক করুন।

এবার আপনার ডেস্কটপ থেকে অথবা স্টাট-প্রোগ্রাম ফাইল থেকে ইউলেড কুল থ্রি-ডি প্রোডাকশন স্টুডিও ট্রাইল (Ulead Cool 3D Production Studio) তে ক্লিক করুন।

যেহেতু এটা ট্রইল ভার্সন (৩০ দিনের জন্য)। ভয় নেই ৩০দিনেই হাফেজ হয়ে যাবেন। Try More এ ক্লিক করুন।

এই হল থ্রী-ডি প্রোডাকশন স্টুডিও ট্রাইল (Ulead Cool 3D Production Studio) এর চেহারা। OK তে ক্লিক করুন।

সফটওয়্যারটি ব্যাবহার করে বুঝতে পারবেন। টেক্সট এ্যানিমেশন কত সহজ জিনিস। নিজের মত উইন্ডো গুলো সাজিয়ে নিন। ডান পাশে Easy palette উইন্ডোর মধ্যে যে যে স্টাইল দেখাবে এ্যনিমেশন টা ঠিক তেমনই হবে। Easy palette এর অলিগলি ভাল করে ঘুরে দেখুন। যে স্টাইলটি পছন্দ হবে সেটির উপরে গিয়ে ডাবল ক্লিক করুন বা টেনে (ড্রাগ করে) ছেড়ে দিন।

যে টেক্সটির এ্যনিমেশন হবে। অর্থাৎ টেক্সট লিখতে হলে Object-Insert text বা ডান পাশের টুলবার থেকে T এ ক্লিক করুন বা কী-বোর্ড থেকে F3 প্রেস করুন।

টেক্সট বক্সটি আসবে। এখানে যা লেখার লিখে দিন। আমি একটা করে দেখাচ্ছি। একটু মনযোগ দিয়ে কাজ করলেই আপনি সব কিছু করতে পারবেন। লেখার পরে OK দিন।

আমি এখানে Easy palette থেকে একটা টেক্সট স্টাইল পছন্দ করে ডাবল ক্লিক করুন।

আমি আপনাকে স্বাধিনতা দিলাম Easy palette থেকে একটা টেক্সট স্টাইল পছন্দ করে ডাবল ক্লিক করুন।

File-Save বা Save As দিলে ওয়ার্কটি সেইভ হবে। এখানে আপনি Gif animation, Video file, 3D Stdio Max কিংবা স্টিল পিকচার হিসেবে আউটপুট পাবেন। আমি File-Create Animaton File-Animated GiF File... আকারে Save করে দেখালাম। এর সুবিধা হল পিসি সহ মোটামুটি মানের একটা মোবাইলেও এ্যানিমেশনটি দেখা সম্ভব।

Save এ ক্লিক করুন।

জিপ এ্যনিমেশনটি তৈরি হয়ে গেছে।

এই টুল তিনটা ১. Move দিয়ে লেখা এদিক ওদিক সরানো যাবে।

২. Rotate দিয়ে লেখাটি বাঁকানো অর্থাৎ হেলানো যাবে।

৩. Resize দিয়ে লেখা পাশে এবং উপরে ছোট বড় করা সম্ভব।

Ulead Cool 3D Production সফটওয়্যারটি দিয়ে জটিল কিছু কাজ করা সম্ভব। আমি ধারাবাহিক ভাবে টিউন করে যাবো। এই সফর্টওয়্যারটি নিয়ে যে কোনো প্রকার সমস্যায় পড়লে আমাকে জানান। আমি সমাধান দেবার চেষ্টা করবো। আপনাদের সেবায় আমি সদা নিয়োজিত!!!

এ্যানিমেশন করে বন্ধুকেও সারপ্রাইজ দিতে পারেন অথবা নিজের মোবাইলে ওয়াল পেপার হিসেবেও এই এ্যানিমেশন গুলো ব্যবহার করতে পারেন। আবার ভিডিও এডিটিং এর কাজেও এই এনিমেশন গুলোর ব্যবহার ব্যপক।

 

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার ভাবে উপস্থাপন করেছেন!! দেখি সফটওয়্যার নামিয়ে, কেমন কাজ করে!!
ধন্যবাদ!!

অবশ্যই ভালো কাজ করবে। তবে সফটওয়্যারটি চালাতে একটু স্পিডি পিসির দরকার হবে। ভালো মন্দ জানাবেন। @ রেজভী শোভন

আপনার টিউনগুলো সুন্দর হচ্ছে আজকেও ব্যক্তিক্রম নয় !

তবে আপনার একই কথাটি পছন্দ হলো না তবে ফুল ভার্সন দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ আপনাকে।।

@প্রিন্স মাহমুদ । আমি কুল-৩ডি এর ফুল ভার্সন আমার পিসি থেকে আনইন্সস্টল করে তারপর নেট থেকে নামিয়ে টিউনটি করেছি। আপনার এই কথাটিতে আপত্তি আছে তাই সরিয়ে ফেললাম। আপনাদের জন্যই আমার টিউন করা। এভাবে স্পষ্ট মতামত জানাবেন। ধন্যবাদ!!!

দারুণ টিউন! ডাউনলোড করে দেখি কেমন। 😀
ধন্যবাদ 🙂

এখনই ডাউনলোডে দিচ্ছি । ডেমো দেখে টেরাই কইরতে মুঞ্চায় ! এক কেজি ধইন্ন্যা !
লেখা গুলার মধ্যে একট কন্টিনিউটটি ও বেশ ভালো স্ট্যন্ডার্ড মেন্টেইন্ড হছহে । ভালো ভালো । কীপ ইট আপ !

অফ টপিকঃ ছবিটা প্রোফাইল পিক) টা কোন দিন তুলেছেন ?

অসাধারণ খুব সুন্দর ভাবে তুলেধরেছেন

ভাইয়া আমার মনে হয় পোস্ট টা ভাল হয়েছে। আমি windows7 64bit ব্যবহার করি, তাই আমি এই software টা ব্যবহার করতে পারছি না। আমাকে windows7 64bit এর software লিঙ্ক দিলে ভাল হয়।

😀

Level 0

সুন্দর টিউন!

Level 2

হুম টিউনটি অনেক ভাল এবং সুন্দর হয়েছে।
দেখি সফটায়ারটা নামিয়ে নিতে পারি কি না।
ধন্যবাদ।

Level 2

হ্যা আসিফ ভাই সপটাওয়রটি ডাউনলোড করেছি এবং আপনার টিউটিরিয়াল মত কাজ শিখার চেষ্টা করতেছি। আশা করি সফলতা পাব। তবে সফটাওয়ারটি খুব স্লো কাজ করে মনে হয়।
আপনাকে ধন্যবাদ।
পরবর্তি টিউনের অপেক্ষায় রইলাম।

    @Sohag: এই টাইপের সফটওয়্যার গুরো একটু ভারি হয়। পিসি কনফিগার লো হলে ডেক্সটপ ওয়াল পেপার ষ্টাট আপের অপ্রয়োজনীয় জিনিস ও অন্য কোনো ভারি সফটওয়্যার ওপেন না করাই ভালো। ধন্যবাদ ও শুভেচ্ছা!!!!