আপনার নাম বা যেকোন text এর Effect সহ ডিজাইন তৈরি করুন সহজেই

 
আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ওয়ার্ড আর্ট প্রয়োজন হয়,বিশেষ করে  কোন লোগো তৈরিতে , ওয়েবসাইট কে সুন্দর ও আকর্ষণীও করার জন্য TEXT ডিজাইন তৈরি করতে  ,নিজের PHOTO তে ডিজাইন করে নাম লিখতে ,  প্রেজেন্টেশন বা কোনো রিপোর্টের ফ্রন্ট পেজে  বিভিন্ন ধরনের ডিজাইন লিখা দিতে আমরা ওয়ার্ড-আর্ট বেবহার করে থাকি ,এ কাজের জন্য আমরা  মাইক্রোসফট ওয়ার্ড এর DEFAULT ওয়ার্ড আর্ট ব্যাবহার করে থাকি কিন্তু এতে তেমন বেশি ডিজাইন নাই  আর যেগুলো আছে সেগুলো সবার পরিচিত। সেই জন্য আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন একটি ওয়েবসাইটের সাথে যেখানে আপনি বিভিন্ন ধরনের EFFECT দিয়ে এবং কালার পরিবর্তন করে TEXT এর বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। এতে আপনি সহজেই কোন কষ্ট ছাড়া টেক্সট ইফেক্ট তৈরি করতে পারবেন।

এর মাধ্যমে যা যা করা যায়ঃ
১.হরেক রকম Effect দিয়ে টেক্সট ডিজাইন করা যায়।
২.Font size পরিবর্তন করা যায়.
৩.Font color পরিবর্তন করা যায়.
৪.background color পরিবর্তন করা যায়.
৫.বিভিন্ন Format এ সেইভ করা যায়.
৬.flash animation ও তৈরি করা যায়.

এবার শুরু করা যাক
১. প্রথমে এখানে ক্লিক করুন .
২.সেখানে অনেক গুলা টেক্সট ডিজাইন দেওয়া আছে আপনি সেখান থেকে যেকোন একটি তে ক্লিক করুন।

৩.আমি FIRE এ ক্লিক করলাম

 
৪.এবার logo text এ আপনার name অথবা কাঙ্খিত Word তে লিখুন.
৫. তারপর এখানে বিভিন্ন option গুলা change করতে পারেন , যেমন font,font size,spread,ripple,background colour ইত্যাদি।

 
৬. এবার কোন Format এ logo তা save করব তা select করে create logo তে ক্লিক করতে হবে ।
৭. ব্যাস , তৈরি হয়ে গেল আপনার লোগো , এবার DOWNLOAD করে ব্যাবহার করতে পারবেন.আপনার নাম বা অন্য শব্দ দিয়ে লোগো বানাতে চান? :) :D

বিঃ দ্রঃ - এই ওয়েবসাইটের মাধ্যমে Animated টেক্সট তৈরি করা যায়. যেমন

 আরও প্রকাশিত

Level 0

আমি ইনোসেন্ট সবুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student of chittagong polytechnic institute, I wan to build myself as a programmer who can create program, hack program, secure program. Everybody help me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াও দারুন জিনিস পেলাম তো !!!!!!

bhai, eta nia ami onek agei tune kore silam. Ekhane ai tune dekhun.

ধন্যবাদ শেয়ার করার জন্য কাজে লাগবে 😀

ভালো লাগলো । প্রিয়তে রাখলাম 🙂