অনলাইন ভোটে সেরা ১০টি অ্যানিমেটেড ছবি ……

অ্যানিমেটেড ছবিগুলোর মধ্যে ভোটাভুটিতে শীর্ষ স্থান অর্জন করেছে ‘টয় স্টোরি’ অনলাইন ভোটে অংশ নেয় ৪০০০ হাজার ভক্ত, যাদের বেশির ভাগই ভোট দিয়েছে ‘টয়স্টোরি’কে।ফলে শ্রেক এবং দা লায়ন কিং কে পিছনে ফেলে এখন সেরা অ্যানিমেটেডেট ছবি ‘টয় স্টোরি’।২০০১ সালে ড্রিম ওর্য়াকস এর ছবি শ্রেক, যেখানে সবুজ রাক্ষস সুন্দরী রাজকন্যা ফিওনাকে রক্ষা করে, ছবিটি দ্বিতীয় হয়েছে। এবং তৃতীয় হয়েছে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া দি লায়ন কিং।
Movie_poster_toy_story

 

অনলাইন ভোট গবেষণা পরিষদের এক ব্যাক্তি বলেছেন, ট্রয় স্টোরি ছোট বড় সব বয়সীদেরই পছন্দ এবং এটি অনেক বছর ধরে তার অবস্থান ধরে রাখবে।অভিনেতা টম হ্যাঙ্কসও ‘প্রাণবন্ত ছবি’ বলে গুনগান করল টয় স্টোরি-র।

pic

চতুর্থ স্থানে ২০০৩ সালের আলোচিত ছবি ‘নিমো’। ঘটনাটি ছিল সার্কাস মাছ মারলিনের তার ছেলে নিমোকে খুঁজে পাওয়া নিয়ে।ষষ্ঠ স্থানধারী ডিজনির দা জাঙ্গল বুক-কে লক্ষ্য করে ২০০২ সালে মুক্তি পায় পঞ্চম স্থানধারী ছবি ‘আইস এজ’।

pic 2

সপ্তম স্থানে মনস্টার হাউস এবং অষ্টম স্থানে বিউটি এ্যান্ড দ্য বিস্ট। ‘বামবি’ নবম এবং দশম স্থানে ‘আলাদিন’।

লেখা - আমাদের সময়

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level New

    আপনাকেও ধন্যবাদ 🙂

ধন্যবাদ!

আমার বিশ্বাস হয় না। কুং ফু প্যান্ডা, ওয়াল ই, আপ এইগুলা কই???????

    Level New

    আমার হিসাবে প্রথম তিনে কুং ফু প্যান্ডা ও ৬ থেকে ৮এর ভিতরে আপ এর থাকা উচিত ছিল।

মঈন ভাই টম এন্ড জেরি কই গেল । লিস্টেরতে বাদ ক্যান ।

    Level New

    টম এন্ড জেরি মূলত কার্টুন .. আর উপরের গুলা তো অ্যানিমেটেড মুভি …….

“Ratatouille” কই ?? আমার মতে এটাই সেরা ……