সহজেই তৈরি করুন জিফ এনিমেশন ( ব্লিংকিং ইফেক্ট )

সহজেই তৈরি করুন জিফ এনিমেশন

 

সহজেই তৈরি করুন জিফ এনিমেশন ( টাইপিং ইফেক্ট )

 

 

এবার HSC পরীক্ষার্থী হওয়ার কারণে টিউন করার মত সময় হয়ে উঠছে না। একটু সময় বের করে টিউন করতে বসলাম। যেহেতু পূর্বের টিউনে বিস্তারিত বর্ণনা করেছি, তাই আশা করি এই টিউনটি সহজেই বুঝবেন।

ব্লিংকিং ইফেক্ট

 

  • প্রথমে প্রতিটি ফ্রেম তৈরি করুন এবং 1,3,5,....... নাম দিয়ে সেভ করতে থাকুন। অর্থাৎ প্রতিটি ফ্রেমের পর একটি সংখ্যা ফাকা রেখে পরবর্তী ফ্রেম সেভ করুন।

 

 

  • প্রতিটি ফ্রেমের পর একটি করে ব্লাংক ব্যাকগ্রাউন্ড দিয়ে 2,3,4,......... নাম দিয়ে সেভ করুন।

 

 

  • এবার AnimateGif  ব্যবহার করে তৈরি করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত এনিমেশন।

 

 

 

ইনশাল্লাহ পরবর্তী টিউনে ফ্লোটিং ইফেক্ট দেখাব। আর হ্যা, মিটাপে দেখা হচ্ছে তো?

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরাই অছাম!
আরও ইফেক্ট শিখতে চাই। 😀
চালাইয়া যা। 🙂

আচ্ছা, টেকটিউন্সের ব্যাকগ্রাউন্ড এর ছবিটা পাইলি কই ❓ 😕

অনেক মজার ব্যাপার এইগুলো!!! অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 2

ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ টিউনের জন্য।আরও ধন্যবাদ আপডেট টিউন এর লিন্কটি আমার কমেন্ট এর নিচে দেওয়ার জন্য।আপনি GIF Animation সম্পর্কে যতটুকু পারেন বা জানেন ততটুকু চালিয়ে যান।

স্যার , জিফ অ্যানিমেশন তো তৈরী করলাম । সমস্যা দুটি –
১। ছবির সাইজ ভিন্ন ভিন্ন । এটাকে কি রি সাইজ করা লাগবে ? টিউনের ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড সাইজ বলুন ,
২। ফিচার ইমেজে এটা সেট করব কি ভাবে ?

    @অপু.পশ্চিমবাংলা: জ্বি স্যার, একটা জিফের সবগুলো ফ্রেমের সাইজ এক হওয়াই শ্রেয়, না হলে দেখতে বেখাপ্পা লাগে। টিটির জন্য স্ট্যান্ডার্ড 700×700

    ফিচার ইমেজে জিফ দিতে চাইলে সাইজ হতে হবে 75×75। এর বড় হলে হবে না।

জিফ তৈরীর পর কী ভাবে ব্লগে insert করব -এটার উপরে একটা টিউন দিবেন , স্যার ? 😯

    @সবুজের অভিযান ( Sobujer Abhijan ): .jpeg, .png, .bmp ইত্যাদির মত .gif ও একধরনের ইমেজ ফরম্যাট। সো, অন্যান্য ইমেজ যেভাবে আপলড করেন, জিফও সেভাবেই আপলোড করবেন। তবে হ্যাঁ, টিটির ক্ষেত্রে সর্বোচ্চ ইমেজ সাইজ ২এমবি। তাই, জিফের আকার যদি বড় হয়, তবে কোন ইমেজ শেয়ারিং সাইটে ইমেজ আপলোড করে এখানে ইন্সার্ট করবেন। ধন্যবাদ 🙂