অ্যান্ড্রয়েড ফোনের কিছু কমন সমস্যার সমাধান

 

অ্যান্ড্রয়েড ফোনের কিছু কমন সমস্যা ও সমাধান


আজ আপনাদের জন্য আরও পাঁচটি সমস্যার সমাধান তুলে ধরা হলো আমরা প্রায়ই যেগুলোর সম্মুখীন হয়ে থাকি। অ্যান্ড্রয়েড সকল ফোনের জন্য কার্যকর। আপনারা নিচের তথ্য টুকু পরুন এবং কাজে লাগানোর চেষ্টা করুন। আশাকরি সকলের কাজে আসবে। তো শুরু করা যাক।

১. অল্প সময়ে ব্যাটারি খালি হয়ে যাওয়াঃ অনেক সময় আমরা দেখি খুব দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে এবং অনেক সময় হঠাৎ করেই এমনটি হতে দেখা যায়। এক্ষেত্রে আপনি ফোনে চালু থাকা ওয়াই ফাই, জিপিএস এবং অন্যান্য অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ করে দিলে সমাধান হতে পারে। তাতেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আপনার ফন একবার রিস্টার্ট দিয়ে নিন, আশা করা যায় সমাধান হয়ে যাবে।

২. পাওয়ার মেন্যু না আসাঃ অনেক সময় দেখা যায় পাওয়ার বাটন চেপে ধরার পরও পাওয়ার মেন্যু আসে না। এটা বেশ বিরক্তিকর হতে পারে আপনার জন্য। অনেক সময় দেখা যায় নিজে থেকেই এর সমাধান হয়ে যায়। কিন্তু একেবারেই যদি সমাধান না হয়, সেক্ষেত্রে আপনার ফোনের বিভিন্ন ডাটা ব্যাকআপ রেখে একবার ফ্যাক্টরি রিসেট দিয়ে দেখতে পারেন। সমাধান হয়ে যাবে।

৩. নিজে থেকেই ডিসপ্লে অন-অফ হওয়াঃ ধরুন আপনি ফোন স্লিপ মোডে রেখে দিলেন। হঠাৎ দেখলেন ফোনের স্ক্রিন কিছু সময় পরপর অন হচ্ছে এবং নিজে থেকেই। এটা বেশ বিরক্তিকর। অনেক সময় নেটওয়ার্কের কারনে এমনটি হতে পারে। এবার বিভিন্ন অ্যাপ্লিকেশনের কারনেও এমনটি হয়ে থাকতে পারে। যদি অনবরত এমনটি হতে থাকে, তাহলে ফোনটি একবার রিস্টার্ট দিলেই ঠিক হয়ে যাবে। তাতেও যদি কাজ না হয়, তাহলে ফোন রিসেট করলেই নিশ্চিত সমাধান পাবেন।

৪. নো রেসপন্সঃ এই সমস্যাটি প্রায়ই অনেকের হয়ে থাকে। ফোন লক করে রাখার পর আনলক করার জন্য পাওয়ার বাটন চাপলেও স্ক্রিন অন হয়না। কিছু ক্ষেত্রে শুধুমাত্র বাটনে থাক লাইট জ্বলে উঠে। এই সমস্যা সমাধানের জন্য বেশ কিছুক্ষন পাওয়ার বাটন চেপে ধরে রাখুন। পাওয়ার মেন্যু আসলে ফোন রিস্টার্ট দিন। সমস্যা সমাধান হয়ে যাবে।

৫. স্বয়ংক্রিয় বানান কারেকশনঃ ধরুন আপনি কোন কিছু টাইপ করতে গেলেন। লিখলেন একটা কিন্তু চলে আসলো আরেকটা। এটা খুবই বিরক্তির কারন হতে পারে বিশেষ করে আপনি যদি দ্রুত কোন কিছু লিখে কাউকে পাঠাতে চান। এটা Auto Correction নামে পরিচিত। এই ফিচারটি বন্ধ করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরন করুন- Settings > Language & input >Android Keyboard > Auto correction এবং এরপর Off সিলেক্ট করুন।

৬. স্টোরেজ স্পেস খালি করাঃ বিভিন্ন ধরনের জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল এবং মুছে ফেলা অ্যাপ্লিকেশনের ফাইল আপনার প্রয়োজনীয় জায়গা দখল করে রাখতে পারে। আর এই জন্য আপনি সব ধরনের অ্যাপ মাইক্রো এসডি কার্ডে ইন্সটল করলে ভালো ফল পাবেন। আর এই কাজের জন্য আপনি ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটি।

৭. র‍্যাম খালি রাখাঃ যাদের ফোন কিংবা ট্যাবের র‍্যাম ২ গিগাবাইট, তাদের জন্য এটা তেমন একটা প্রয়োজন নাও হতে পারে। তবে যারা ৫১২ মেগাবাইট কিংবা ১ গিগাবাইট র‍্যামযুক্ত ডিভাইস ব্যবহার করেন, এটা তাদের কাজে লাগবে। অনেক অ্যাপ ইন্সটল করার কারণে ফোনের পারফর্মেন্স বেশ খারাপ হতে পারে কিংবা প্রায়ই দেখা যায় ফোন স্লো হয়ে যায়, অনেক সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন Clean Master অ্যাপ্লিকেশনটি। এটি বিভিন্ন অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ রেখে আপনার ফোনকে করবে আরও দ্রুত।

৮. পারফর্মেন্স বাড়ানোঃ ফোন কেনার পর কিছুদিন ফোনের পারফর্মেন্স বেশ ভালো থাকে। তবে কিছুদিন পর অনেকেই বলে থাকেন যে ফোনের পারফর্মেন্স আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। যার কারণে বিভিন্ন প্রোগ্রাম চালু হতে বেশ অনেক সময় লাগে। এই সমস্যা সমাধানের জন্য প্রথমেই আপনার ফোনের অপ্রয়োজনীয় সকল সফটওয়্যার এবং উইজেট আনইন্সটল করে ফেলুন। এছাড়া বিভিন্ন টাস্ক কিলার ব্যবহার করতে পারেন যা একটি নির্দিষ্ট সময় পরপর অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করে দিবে।

৯. রিমুভ ব্লোটওয়্যারঃ অ্যান্ড্রয়েড ফোনে বেশ অনেক সফটওয়্যার কেনার আগে থেকেই ইন্সটল করা থাকে যা ব্লোটওয়্যার নামে পরিচিত। এর মধ্যে অনেক সফটওয়্যার থাকে যেগুলো আমাদের কোন কাজে আসেনা কিন্তু ফোনের র‍্যাম ব্যবহারের মাধ্যমে ফোনের পারফর্মেন্স কমিয়ে দেয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই এগুলো রিমুভ করা যায়না। আর তাই এই সকল সফটওয়্যার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল সেগুল Disable করে রাখা। আপনার ফোনের অ্যাপ ম্যানেজার থেকে খুব সহজেই এই কাজটি করতে পারবেন।

১০. ক্র্যাশঃ বিভিন্নভাবে আপনার ফোন ক্ষতিকর ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে। এগুলো ফোনের বিভিন্ন প্রোগ্রাম চলতে বাঁধা দেয় এবং অনেক সময় চলতে থাকা অ্যাপ বন্ধ করে দেয়। ভালো কোন নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তবে এই ক্ষেত্রে Avast Mobile Security বেশ কাজের।

আরো পড়ুনঃ
মোবাইল ফোনের পারফরম্যান্স বৃদ্ধির উপায়
নতুন মোবাইল কেনার সময় যে ২০টি বিষয়ে খেয়াল রাখবেন।

আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন সুস্থ থাকুন।

পড়াশোনা বিষয়ক বিভিন্ন আর্টিকেল পড়তে ভিজিট করুন http://www.porashonabd.com

Level 0

আমি পড়াশোনাবিডি ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

পড়াশোনা হবে এখন আরও সহজে , পরীক্ষা প্রস্তুতি হবে পূর্নাঙ্গভাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস