এনড্রয়েডের মজার মজার অ্যাপলিকেশন প্রতিনিয়ত আমাদের চমকে দিচ্ছে। অনেক অ্যাপলিকেশন আমাদের নিত্যদিনের কাজেও অনেক সাহায্য করছে। ঠিক তেমনই একটি অ্যাপলিকেশন হল ইলেক্ট্রোড্রয়েড।
আমি ইলেক্ট্রনিক্স সম্পর্কে তেমন একটা বুঝি না। তবে সত্যি বলতে কি, এই বিষয়টিতে পড়াশোনা করবার বেশ ইচ্ছা ছিল। ভয়ে এগিয়ে যাওয়া হয়নি। তবে আমি জানি আমাদের আশেপাশে ইলেক্ট্রনিক্সপ্রেমী অনেকেই আছেন, যারা প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন মজার মজার সব জিনিস। যারা ইলেক্ট্রনিক্স শিখছেন, বা শিখেছেন, তাঁদের জন্য ইলেক্ট্রোড্রয়েড অনেক কাজে আসতে পারে। ইলেক্ট্রোড্রয়েড একটি সম্পূর্ণ ফ্রি অ্যাপলিকেশন যা এন্ডড্রয়েড মার্কেট থেকে ডাউনলোড করে নেয়া যাবে অনায়াসেই।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি ইলেক্ট্রোড্রয়েড অ্যাপলিকেশনটির কিছু স্ক্রিনশট দেব।
প্রথম স্ক্রিনেই আপনাকে বিভিন্ন রকমের হিসাব করার অপশন দেবে। যেমনঃ
- রেজিস্টার কালার কোড
- এস এম ডি রেজিস্টার কোড
- ইন্ডাক্টর কালার কোড
- ওহম এর সুত্র
- রিএক্টেন্স ক্যালকুলেটর
ইত্যাদি (সম্পূর্ণ লিস্টের জন্য উপরের স্ক্রিনশট দুটো দেখুন)
রেজিস্টার কালার কোড ও ওহম এর সুত্র এর বিস্তারিত স্ক্রিনশট নীচে দেয়া হলঃ
__________________________________________________________________________________________
আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের ক্যাবল, কানেক্টর, এডাপ্টর, জ্যাক, কনভার্টর ইত্যাদির পিন-লেআউট জানার প্রয়োজন পড়ে। আর তাই এরপরের স্ক্রিনে আপনার জন্য পিন-আউট নামের একটা স্ক্রিন থাকছে, যেখান থেকে আপনি আপনার ইপ্সিত জ্যাক বা কানেক্টর এর পিন লে-আউট সম্পর্কে জানতে পারবেন। দেখুন কিছু স্ক্রিনশট।
_______________________________________________________________________________________
রিসোর্সেস নামের পরবর্তী স্ক্রিনে আপনার জন্য থাকছে একটি তথ্যভাণ্ডার। যেখানে ইলেক্ট্রনিক্সে প্রয়োজন বিভিন্ন ছক, সঙ্কেত, চিহ্ন বা তথ্য আছে। স্ক্রিনশট দেখুন।
_______________________________________________________________________________________
আমি যেহেতু ইলেক্ট্রনিক্সে মাস্টার নই, তাই ইলেক্ট্রোড্রয়েডের বিস্তারিত বিশ্লেষণমূলক কোন লেখা লিখতে পারলাম না। আমার উদ্দেশ্য ছিল, ইলেক্ট্রনিক্স-পাগলদের - যারা অপেক্ষাকৃত নতুন - তাঁদের একটু সাহায্য করা। সফল হয়েছি কি? জানিনা - বিচারের ভার আপনাদের হাতে।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
windows OS এর জন্য এরকম কোন সফটওয়্যার নাই?