বন্ধুরা আজ আমি আপনাদেরকে এন্ড্রয়েড ফোনের কিছু হিডেন ট্রিক্স সম্পর্কে বলব যেগুলো হয়তো বা এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ৮০% জানেনা। চলুন দেখে নেই এন্ড্রয়েড ফোনের এই ফিচারগুলো।
নাম্বার ওয়ানে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি আপনার ফোনে ইন্টারনেট চালাচ্ছেন এখন যদি কম্পিউটারে ইন্টারনেট চালাতে চান তবে মোবাইল থেকেই চালাতে পারবেন। এক্ষেত্রে আপনার ফোনের সেটিংসে গিয়ে কানেকশন এন্ড শেয়ারিং এ গিয়ে পোর্টেবল হটস্পট অপশনে ক্লিক করুন। এখন দেখতে পাবেন USB Tethering ঝাপসা অবস্থায় থাকবে। যখন আপনার ফোনটি ওটিজি কানেক্টর ইউএসবি ক্যাবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন তখন এই অপশনটি স্বাভাবিক হবে। এই অপশনটা যদি তখন আপনি অন করেন তাহলে আপনার ফোনের ইন্টারনেট আপনার কম্পিউটারে চালু হয়ে যাবে। সরাসরি অপশন পেতে আপনার ফোনের সেটিংসের সার্চ বক্সে USB Tethering লিখে সার্চ করুন।
এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা নোটিফিকেশন বারে cast অপশন দেখেনি। আপনার যদি এন্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভি থাকে তাহলে এই অপশনে ক্লিক করলে আপনার স্মার্টফোনটি এন্ড্রয়েড টিভির সাথে কানেক্ট হয়ে যাবে। এই অপশনে যাওয়ার পর আপনার টিভির মডেল দেখাবে। সেখানে ক্লিক করার পরে স্টার্ট নামক অপশনে ক্লিক করুন। ব্যাস আপনার ফোনটি সরাসরি টিভির সাথে কানেক্ট হয়ে যাবে এবং তখন আপনার ফোনে যা করবেন সব টিভিতে দেখতে পাবেন।
তিন নাম্বারে থাকা ফিচারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো ডকুমেন্ট কিন্তু আমরা মোবাইল থেকে সরাসরি প্রিন্টারে প্রিন্ট করতে পারি। এক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্রথমে দেখতে হবে আপনার প্রিন্টার কোন ব্র্যান্ডের। সেই ব্র্যান্ডের নাম লিখে প্লে স্টোর সার্চ দিন, যেমন অ্যাপসন/ক্যানন/এইচপি ইত্যাদি। প্রিন্টার অ্যাপ ইন্সটল করুন। এখন আপনার প্রিন্টারের ক্যাবল ওটিজি ক্যাবল এ প্রবেশ করাবেন আর ওটিজি ক্যাবলের অপর প্রান্ত মোবাইলের পোর্টে প্রবেশ করান। এখন আপনার মোবাইলের গ্যালারি বা যেকোন ফাইলে গিয়ে ফটো বা ডকুমেন্ট ওপেন করুন। থ্রি ডট মেনু থেকে প্রিন্ট অপশনে ক্লিক করুন এবং প্রিন্টারের মডেল সিলেক্ট করুন। এখন প্রিন্ট আইকনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে।
ইদানিং বাজারে যে ফোনগুলো আসছে সেগুলোর ডিসপ্লে কিন্তু অনেক বড় যা এক হাতে অপারেট করা মুশকিল। এক্ষেত্রে আমরা কিন্তু ডিসপ্লের সাইজ ছোট করে নিতে পারি যাতে এক হাতে ব্যবহার করা যায়। এজন্য নোটিফিকেশন বার এ চলে যান। নিচের দিকে one hand নামক একটি অপশন দেখতে পাবেন. সেখানে ক্লিক করার সাথে সাথেই ডিসপ্লের আকৃতি ছোট হয়ে যাবে যেটা আপনি ডান হাত দিয়ে অপারেট করতে পারবেন। আবার এই ডিসপ্লের বাহিরের অংশে ক্লিক করলে মুল বড় ডিসপ্লে ফিরে পাবেন।
আমি শেখ মোঃ সাইফুল্লাহ। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুলনা থেকে শেখ মোঃ সাইফুল্লাহ বলছি । বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি নতুন। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।