স্যামস্যাং মোবাইলের FRP Lock খুলুন মাত্র ৩০ সেকেন্ডে

আজকের এই টিউমেন্ট এ আমি আপনাদের দেখাবো কি ভাবে মাত্র ৩০ সেকেন্ড এ যেকোনো স্যামস্যাং মোবাইল এর FRP Lock খুলবেন। এই পদ্দতিতে লক খুলার জন্য আপনাকে কোনো মোবাইল টেকনিশান এর কাছে যেতে হবে না এবং সেই সাথে আপনাকে কোনো পেইড টুলস ও কিনতে হবে না। প্রয়োজনীয় সকল উপকরণ (Tool and Driver) এই টিউটোরিয়াল এর ভেতরেই দেওয়া হয়েছে। দয়া করে নিচের পদ্দ্বতি গুলো অনুসরণ করুন।

যা যা প্রয়োজন (উপকরণঃ):

০১. Samsung Mobile Driver

০২. SamFW FRP Tool

সম্পূর্ণ নির্দেশিকা:

০১. আপনার কম্পিউটার এ অবশ্যই Samsung Mobile Driver ইনস্টল করতে হবে।
অন্যথায়, আপনি আমাদের দেখানো এই টিউটোরিয়াল এর মাধ্যমে স্যামস্যাং মোবাইলের
FRP Lock রিমুভ করতে পারবেন না।

০২. এই ধাপে, আপনি আপনার ফোনটিকে একটি USB ক্যাবল এর মাধ্যমে কম্পিউটার
এর সাথে কানেক্ট করুন।

০৩. তারপর SamFW FRP Tool টি ওপেন করুন।

০৪. আপনার লক করা মোবাইলটির ইমার্জেন্সি অপশন এ ক্লিক করুন।

০৫. ইমার্জেন্সি মেনু তে *#০*# ডায়াল করুন। *#০*# ডায়াল করার পর আপনি আপনার
লক করা স্যামসাঙ মোবাইল এ কিছু সার্ভিস মেনু দেখতে পাবেন। তবে এই সার্ভিস মেনুতে
আপনার কোনো অপশন এ ক্লিক করার প্রয়োজন নেই.

০৬. এখন SamFW FRP Tool এর ভেতর Test Mode ট্যাব এ যান তারপর
Remove FRP তে ক্লিক করুন।

০৭. Remove FRP তে ক্লিক করার পর আপনার ফোন এর ভেতর ADB On করার
জন্য পারমিশন চাইবে। ADB On করার জন্য Allow তে ক্লিক করুন।

০৮. OK তে ক্লিক করার পর আপনার আর কিছুই করার প্রয়োজন নাই। এই টুলই ৫-১০
সেকেন্ড এর ভেতর আপনার মোবাইল এর FRP লক রিমুভ করে দিবে।

Level 0

আমি Md Tuhin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস