ইদানিং যেহেতু এনড্রয়েড নিয়েই ঘাটাঘাটিটা বেশি হচ্ছে, তাই ভাবলাম সদ্য পাওয়া গুগল প্লাস গ্যালাক্সী ট্যাবে কেমন লাগে দেখি তো। ওমা! এনড্রয়েড মার্কেটে লিংক অনুসরন করে যেয়ে দেখি বলে, "দ্য রিকোয়েস্টেড আইটেম কুড নট বি ফাউন্ড"। একটু অবাকই লাগল। গুগলের এনড্রয়েড মার্কেটে গুগলের প্রোডাক্ট পাওয়া যাবে না - এটা তো হতে পারে না। যাই হোক, এ সমস্যা সমাধানে শরনাপন্ন হলাম গুগলেরই (এইবার সার্চ)। সমাধানও পেলাম।
গুগল এনড্রয়েড মার্কেট লোকেশন বেসড আ্যপ্লিকেশনস ফিচার করে থাকে। অর্থাৎ, আপনি যদি বাংলাদেশ থেকে এনড্রয়েড মার্কেটে প্রবেশ করেন, তাহলে আমেরিকা বা ইউরোপের জন্য প্রযোজ্য অনেক সফটওয়্যার/আ্যপ্লিকেশন আপনি সেখানে দেখতেই পাবেন না। এভাবেই আমি গুগল প্লাস কে দেখতে পাইনি।
১। আপনার এনড্রয়েড ডিভাইসকে (মোবাইল/ট্যাবলেট পিসি) একটু অভিনয় করতে হবে। একটু ভান করতে হবে যে, সে যেন বাংলাদেশে নয়, আছে খোদ আমেরিকাতে, ব্যবহার করছে টি-মোবাইল, ভেরাইজন বা এটিএন্ডটির কোন কানেকশন।
২। এই অভিনয়ের জন্য এনড্রয়েড মার্কেট থেকে মার্কেট এনাব্লার (MarketEnabler) নামের আ্যপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করুন।
৩। আপনার এনড্রয়েড ডিভাইসটি রুট করা থাকতে হবে। রুট করার জন্য এখানে এবং এখানে দেখতে পারেন।
৪। এবার মার্কেট এনাব্লার চালু করুন। স্ক্রীনে Actual, Settings List ও Set Custom নামের তিনটি ট্যাব দেখতে পাবেন। আপনার কানেকশন যদি গ্রামীনফোন হয় তাহলে Actual স্ক্রীনে দেখবেন কোড ৪৭০০১। এটাকে এখন পরিবর্তন করতে হবে।
৫। চলে যান Settings List স্ক্রীনে। এখানে দেখুন বিভিন্ন দেশের কিছু মোবাইল অপারেটরের নাম দেয়া আছে। টি-মোবাইল সিলেক্ট করুন (এর উপর চেপে ধরে রাখুন)।
৬। এবার নিচের মত পপ-আপ ডায়লগ বক্স থেকে "fake this provider now" এ প্রেস করুন। ব্যাস, আপনার এনড্রয়েড ডিভাইসটি এখন টি-মোবাইল এর!
৭। এবার এনড্রয়েড মার্কেটে প্রবেশ করে সার্চ দিন গুগল প্লাস, সিলেক্ট করে গুগল প্লাস ইনস্টল করুন।
লোকেশন বেসড আ্যপ্লিকেশন খুজে পেতে ও ইনস্টল করতে আপনাকে প্রায়ই হয়তো আপনার এনড্রয়েড ডিভাইসটিকে "বিদেশী চরিত্রে" অভিনয় করাতে হবে। আপনার যদি জানা থাকে কোন দেশের লোকেশন দেখালে আ্যপ্লিকেশনটি পাওয়া যাবে ও ইনস্টল করা যাবে, তাহলে চোখ বন্ধ করে মার্কেট এনাব্লার এর Settings List থেকে সেই দেশের একটি অপারেটর বেছে নিন। আর যদি Settings List এ ঐ দেশের/অপারেটরের নাম না থাকে তাহলে মার্কেট এনাব্লার এর Set Custom ট্যাব থেকে সেই দেশ/অপারেটরের কোডটি লিখে দিন।
পাবেন, পাবেন, ঘাবড়ানোর কিছু নেই, এনড্রয়েড মার্কেট আছে না। ওখান থেকে মার্কেট এনাব্লার কোডস (Market Enabler Codes) নামের আ্যপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করুন। দুনিয়ার সব মোবাইল অপারেটর কোড এখানে দেয়া আছে।
টিউনটি কাজে লাগলে জানাবেন। আর সবাই ভাল থাকবেন। হরতালে বাইরে বের হবার রিস্ক না নিয়ে বরং দু-একটা টিউন করে ফেলুন।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাহ দারুন। অনেক কাছ দিবে।