আসসালামু আলাইকুম
কেমন আছন সবাই?
আশা করি ভালো আছেন
হাজির হয়ে গেলাম নতুন রহস্যময় আর্টিকেলে?
জানবেন নাকি শাওমির ব্যাপারে? কেন শাওমি এত জনপ্রিয়।
তাহলে চলুন শুরু করে ফেলি।
Now let's Start!
প্রথমত কারন হচ্ছে তাদের মার্কেটিং। অন্য সমস্ত ফোন কম্পানি গুলো যেখানে তাদের মার্কেটিং এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরছ করে স্পনসর কিনছে এড দিচ্ছে সেখানে শাওমির কিছুই করতে হচ্ছে না অধিকাংশে। তাদের ইউজারাই সেখানে তাদের এই কাজ করে দিচ্ছে। বিশ্বাস না হলে আমাদের বাংলা টেক চ্যানেল ATC এ দেখুন শাওমির ফোন গুলোর রিভিউতে কত ভিউ আর অন্য গুলো তে কত। ভাবতেই পারছেন এর থেকে শাওমির কত টাকা বেচে জায়।
এর পর আছে শাওমি তাদের ফোন গুলো অনলাইন ভিত্তিক বিক্রি করে থাকে বেশির ভাগ। যে কারনে তাদের স্টোর খরচ ও বেচে জায়।
তারা খুব ঘন ঘন ফোন রিলিজ করে না এতে তাদের ৬ মাস পর ১ টি বা ১ বছর পর ২-৩ তি মডেল ই রিলিজ করে থাকে। এতে তাদের ফোন বিক্রর এর হার ও বেড়ে জায়।
তারা খুব বেশি ফোন তৈরি করে থাকে না। সীমিত পরিমানের তৈরি করে থাকে। শাওমি ৩ জখন বের হয় তখন শুধু ১ লক্ষ পিস ই বানানো হয়ে ছিল কিন্তু তা ২ মিনিটের মধ্যেই সব গুলো বিক্রি হয়ে জায়। ক্রেতাদের ১ সপ্তাহ অপেক্ষা করতে হয়েছিল নতুন শাওমি ৩ কিনার জন্য সেই ১ সপ্তাহ পর যখন আরো ১ লাখ বানানো হল তাও কিছুক্ষন এর মধ্যে বিক্রি হয়ে জায়।
শুধু শাওমি ই তাদের ফোন গুলোর ক্ষেত্রে মাত্র ৫% লাভ করে থাকে খরচের তুলনায়। এতে তাদের এতটাও আবার ক্ষতি হয় না কারন তারা আবার সেগুলোর অনেকটা কামিয়ে নেয় তাদের "ও এস" এ দেওয়া এড গুলোর মাধ্যমে।
শাওমি শুধু ফোন ই বিক্রর করে না সাথে ফোন এর যত প্রকার এক্সেসরিজ রয়েছে সাথে সেগুলো ও বিক্রি করে থাকে। এভাবেই সব গুলো মিলিয়ে শাওমি এত কম দামে তাদের মোবাইল গুলো বিক্রয় করে থাকে।
আমার মনে হয় শাওমি আসার পর ই আমাদের মত মধ্যেবিত্তরা নিজেদের বাজেটের মধ্যে ফ্লাগশিপ ফোন এর মজা নিতে পারছে। ভাবুন একবার শাওমি না থাকলে আজও এত সল্প মূল্যে কোয়াল্কোম স্নাপড্রাগনের ফ্লাগশিপ প্রসেসর এর ফোন মিডবাজেটে পেতাম না।
সবশেষে ধন্যবাদ শাওমিকে এবং টেকটিউনসকেও😁।
আমি রাশেদুল ইসলাম রিয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।