কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার আজকের টিউনে আমি আপনাদের সাথে দারুন একটি অ্যাপস নিয়ে আলোচনা করব। টাইটেল দেখেই হয়তো আপনি বুঝে গেছেন আমি কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমার আজকের আলোচনার বিষয় হলো কিভাবে আপনি খুব সহজে আকাশে ওড়ার ভিডিও তৈরি করতে পারবেন।
আপনি হয়তো দেখে থাকবেন অনেকে আকাশে উড়ার ভিডিও বানিয়ে তা ফেসবুকে আপলোড দিচ্ছে। আবার অনেকে পাখির উপর চড়াও একটি ভিডিও বানিয়ে নিচ্ছে। আপনি এগুলো দেখে ভাবছেন আপনি একটি বানাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি জানেন না কিভাবে এই ভিডিওটি বানাতে হয়। আপনার সমস্যার সমাধান নিয়েই আমার এই টিউনটি। আমার এই টিউনে দেখাব কিভাবে আপনি খুব সহজে আকাশে উড়ার বা পাখির পিঠের উপর চড়ার ভিডিও বানাতে পারবেন। এর জন্য আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। অ্যাপসটির নাম হল Vinkle। আপনি প্লে স্টোরে এই অ্যাপসটি সার্চ করলে পেয়ে যাবেন। এরপর আপনি অ্যাপটি ওপেন করুন। অ্যাপস টি ওপেন করার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার জিমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে ফান অপশনে যান। এই ফান অপশনে গেলে আপনি পাখির উপরে চড়ার এবং মাদুরে করে আকাশে উড়ে বেড়ানোর কিছু রেডিমেট ভিডিও দেখতে পাবেন। এগুলোতে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে দিন। তবে একটা কথা বলে রাখি এখানে আপনি যে ছবিটি সিলেক্ট করবেন ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে। এরপর আপনি আপনার ছবিটি সেট করে বসিয়ে দিন। তারপর মেঘ ভিডিও তে ক্লিক করুন। ভিডিও মেক করা হয়ে গেলে আপনি সেভ এ ক্লিক করবেন। ব্যাস আপনার ভিডিও রেডি হয়ে গেল। আপনার যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আমি সম্পুর্ন প্রচেষ্টা দেখিয়ে দিয়েছি। আশাকরি ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ টি ক্লিয়ার হয়ে যাবে।
আমার টিপসগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল টিপস এবং দরকারি সব অ্যাপস শেয়ার করে থাকে।
ইউটিউব চ্যানেল লিংক: Android Poribar
আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।