মোবাইল রুটের ঝামেলা নিষ্পত্তি
বর্তমানে অধিকাংশ নতুন এন্ড্রুয়েড ভার্সনে অথবা ভার্সণটি পুরানো হলে বিভিন্নভাবে ইডিট বা আপডেট করা হয়েছে, ফলে এই সকল মোবাইলগুলো রূট করতে সমস্যা হচ্ছে। আর এই সমস্যার কারণ হলো বর্তমানে মোবাইলের সিকিউরিটি আপডেট হওয়ার কারণে kingroot মোবাইল apps দ্বারা অধিকাংশ মোবাইল রুট হয় না।
এটা ব্যতিত kingoroot, Iroot, Root genius ইত্যাদি ধরনের apps রুট করার জন্য ব্যবহার না করা উচিত। এগুলোতে হ্যাকিংয়ের শিকার হওয়া এবং নজরদারিতে পড়ার ভয় থাকে। এসকল apps এর নির্মাতা অধিকাংশই চাইনিজ এবং এদের উপর কোনো ভরসা করা যায় না। কারণ তারা অধিকাংশ ক্ষেত্রেই গোয়েন্দা সফটওয়্যার মিলিয়ে দেয়। যার কারণে google playstore এ এই ধরনের apps রাখেনা।
গুপ্তচরবৃত্তি থেকে বাচার জন্য সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো, PC মাধ্যমে রুট করে নেয়া এবং super su ইনস্টল করা। কিন্তু যেহেতু এই super su এর মাঝে সকল setup সঠিক ভাবে দিতে না পারলে মোবাইল নষ্ট করে দেয় তাই আমরা এই পদ্ধতির কথা বলি না। কেননা এর জন্য দক্ষতার প্রয়োজন হয় এবং সামান্য ভুলের কারণে মোবাইল নষ্ট হওয়ার আশংকা রয়েছে।
যদি আপনি নিজের রিস্কে রুট করতে চান, তাহলে আপনি গুগলে আপনার মোবাইলের মডেল লিখে খোঁজ করুন যে, আপনার মোবাইলের মাঝে custom recovery কিভাবে ইনস্টল হবে? তারপর custom recovery এর প্রসিদ্ধ মাধ্যম যেমন, XDA, CWM, TWRP ইত্যাদি থেকে আপনার মোবাইলের জন্যে custom recovery ফাইল নামিয়ে ইন্সটল করে নিন। এরপর custom requery এর দ্বারা Super su কে আরামে ইনস্টল করতে পারবেন। এই পদ্ধতিগুলোও আপনি নিজের মোবাইলে গুগলে খোঁজ করে জেনে নিন। যখন এটা ইনস্টল করে নিবেন, তখন আপনার মোবাইল রুট হয়ে যাবে।
এই পদ্ধতি ইউজ করলে মোবাইলের ওয়ারেন্টি বাকি থাকেনা এবং পুনরায় নষ্ট হওয়ার আশংকা থাকে। কিন্তু আপনার নিরাপত্তাও জরুরি। কেননা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ব্যবহার করার জন্য রুট আবশ্যক। এই জন্য রিস্ক নেয়া যেতে পারে। কেননা মোবাইল গেলে তো আরেক মোবাইল এসে যায়, কিন্তু মানুষ তো আর ফিরে আসেনা। এই জন্য নিজ জীবনের হেফাজত করা আবশ্যক।
পুরানো ব্যবহৃত মোবাইল অর্থাৎ সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করে এই ধরনের কাজের জন্য ব্যবহার করা যায় যাতে ভার্সন 4 বা 5 ইনিস্টল করা। সেগুলোতে অ্যান্ড্রয়েড আপডেট অপশন বন্ধ করে পূর্বের নিয়ম অনুজায়ী অনায়াসে রুট করে নিতে পারবেন।
অাপনি কখনো পুরোপুরি না জেনে রুট করতে যাবেন্না কারন এটি এমন একটি পর্যায় যা একটি ভুলে হয়ে যাবে অাপনার অনেক টাকার লোকশান এবং হারাবেন অনেক গুরুত্বপূর্ণ ডাটা, অাপনি যখন রুট এর কাজ করবেন তখন মোবাইল এর চার্জ যেন ৬০ % এর অধীক থাকে, রুট করার সময় অাস্তে অাস্তে কাজ করবেন, কোন সমস্যা হলে ধৈর্য ধারন করবেন, সবাই অামার টিউনটি শেয়ার করবেন, এবং ফলো করতে ভুলবেন্না, অারেকটি টিউন এর জন্য ওয়েট করুন
=
ধন্যবাদ
আমি কামরুল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।