ভিডিও দেখে ইনকাম করুন

আমার এই সাইট টির নাম Boardclosing. এটি একটি আমেরিকান কোম্পানী। অনলাইন আউটসোর্সিং এ এটি খুবই ভালো একটা সাইট। ২০১৩ সালে প্রথম কাজ শুরু করে। বাংলাদেশে এর আগমন হয় ২০১৭ সালে। ২০১৮ সালে এটি বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি পায়।

#সাইটটির_কাজঃ
★এই সাইটটির কাজ হলো জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড "SAMSUNG" এর কিছু মোবাইল, ল্যাপটপ, নোটপ্যাড এর ভিড়িও বিজ্ঞাপণ দেখা। প্রতিদিন ১০ টা করে ভিড়িও বিজ্ঞাপণ দিবে কোম্পানীর পক্ষ থেকে। এই ১০টি ভিড়িও দেখতে হবে। কোন প্রকার Like/Comment/share করা লাগবে না। শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রতিটি ভিড়িও তে USD $0.05 করে ১০টি বিজ্ঞাপণে মোট USD $0.50 পাবেন। এই USD $0.50 বা হাফ ডলারের দাম ৪০/=(0.50×80=40/=) মানে ১০ টি ভিডিও দেখলে আপনার প্রতিদিন আয় হবে ৪০/= মাসে ১২০০/=। আর যদি আপনি একাধিক আইডি ব্যবহার করেন, তখন আপনার আয়টাও বাড়বে। ২টা ব্যবহার করলে ২৪০০/=, ৩টা তে ৩৬০০/= এভাবে আপনি নিজের ইচ্ছা মতো আইডি ব্যবহার করতে পারেন।
কোন প্রকার ঝুঁকি নেই। কোন প্রকার পরিশ্রম করার প্রয়োজন নাই। আপনি বাড়িতে বসেও করতে পারেন। একদম সহজে কাজটা করতে পারেন।

#সাইটটির_সুবিধাঃ
১. আমাদের সাইটটির প্রথম সুবিধা হলো আপনার বেকার হাতকে খানেকটা কর্মঠ করে গড়ে তোলা।
২. আপনি এখান থেকে লাইফ টাইম আয় করতে পারবেন।
৩. Video to Income: আমাদের এখানে আপনি বিজ্ঞাপণ ভিড়িও দেখে দিনে ৪০/= আয় করতে পারবেন।
৪. Reffer Commission: এর পাশাপাশি আপনি রেফার করেও আয় করতে পারবেন। আপনার পরিচিত, ফ্রেন্ড, রিলেটিভ, কলিং, ক্লাসমেটদের মাঝে আপনি বিষয়টা আলাপ করেন, তাদেরকে রেফার করেন। আপনি যদি একটা রেফার করেন, তবে কোম্পানী থেকে আপনি পাবেন $2.00. যার মানে ২×৮০=১৬০/= এক্ষেত্রে আপনাকে কোন বাড়তি ঝামেলা পোহাতে হবে না। আপনি কাউকে রেফার করার সাথে সাথেই টাকা আপনার একাউন্টে ঢুকে যাবে।
৫. Ggeneration Bonus: আপনার
পিছনে যারা কাজ করবে তারা যখন
কাউকে রেফার করবে তখন
কোম্পানী তাদের পাশাপাশি
আপনাকেও একটা
বোনাস দিচ্ছে। প্রতি ১টি
Generation এ আপনি পাবেন
$0.10 মানে ৮/=
প্রতিদিন আপনার নিচের কর্মীরা যদি
৫০ জন লোক তৈরী করে আপনি
পাবেন ৫০×৮=৪০০/=
৬. Coustomer Selary: আমাদের
কোম্পানীতে ৩টি ধাপ আছে।
★ LTA Coustomer
★ Selary Coustomer
★ House Customers
#LTA Coustomer দের কোম্পানী
থেকে কোন বেতন/সেলারী নাই।
এদেরকে শুধু ভিড়িও দেখে, রেফার
করে, Generation Bonus এগুলোর
মাধ্যমে আয় করতে হবে।
#Selary Coustomer রা কোম্পানী
থেকে প্রতি মাসে $200 করে সেলারী
পেয়ে থাকেন। যার মানে হলো
200×80=16, 000/=[ষোল হাজার
টাকা] এগুলো তাদের অতিরিক্ত
আয়। পাশাপাশি ভিড়িও দেখে আয়
তো আছেই। Selary Coustomer
হওয়া একদম সহজ!
আপনি আপনার তিন লাইনে ১০০
জন করে মোট ৩০০ জন কে রেফার
করতে হবে। অর্থাৎ আপনি ৩০০ জন
কে রেফার করলে প্রতি মাসে
অতিরিক্ত ১৬০০০ টাকা করে
সেলারী পাবেন।
#House Coustomer: আপনি যদি
আপনার ৩ হ্যান্ডে ৫০০ জন করে
মোট ১৫০০ জন কে রেফার করতে
পারেন, তবে আপনি কোম্পানীর হেড
অফিসে চাকুরীর সুযোগ পাবেন।
কোম্পানীর হেড অফিস
আমেরিকায়। তখন আপনার সেলারী
হবে মাসে ৫০, ০০০-৭৫, ০০০ টাকা।

৭. Free Tour: আমাদের কোম্পানী
কর্মীদের আরো দক্ষ ও কর্মঠ করতে
দেশ, বিদেশ, ট্যুরের আয়োজন করে
থাকে।
বিদেশে: আমেরিকা, চীন, নেফাল,
সুইজারল্যান্ডের মত দেশে।
দেশে: কক্সবাজার, সিলেট,
জাফলং, খাগড়াছড়ি, সেন্টমার্টীন।

#সাইটির_নিয়মাবলীঃ
★ প্রথমে আপনাকে একটা একাউন্ট
খুলতে হবে।
★ একাউন্ট খুলার পর আপনাকে $12
(মানে ৯৬০/=) একাউন্টে জমা
রাখতে হবে। পরবর্তীতে এই টাকা
আপনি বের করে নিতে পারবেন।
★আপনাকে সর্বনিম্ন ৩ হ্যান্ডে ৩জনকে
রেফার করতে হবে।

অাগ্রহী বন্ধুগন অামার সাথে যোগাযোগ করুন

01879282581

fb id

https://www.facebook.com/profile.php?id=100034377080870

Level 0

আমি কামরুল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস