গুগুল প্লে স্টোর দ্বারা নিষিদ্ধ কিছু এনড্রয়েড অ্যাপস পর্ব-২

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে সবচেয়ে বহুল পরিচিত এপ ইন্সটল মাধ্যম হচ্ছে গুগুল প্লে স্টোর। গুগুল প্লে স্টোরে লুডু খেলা থেকে হাল আমলের পাবজি থেকে শুরু করে এমন কোন গেম কিংবা এপ নেই যেটা পাওয়া যায় না। কিন্তু তারপরেও কিছু এপ আছে সেগুলো আসলে আপনি প্লে স্টোরে পাবেন না। যেহেতু এনড্রয়েড ওপেন সোর্স তাই প্লে স্টোর ব্যান করলেই যে ঐ এপ/গেম এর জয়রথ থেমে যাবে তাহলে ভুল ভাবছেন!। বিশ্বের এমন অনেক জনপ্রিয় এপ আছে যেগুলো একদা এক সময় প্লে স্টোরে ছিল কিন্তু গুগুল মামা জানালো তার পলিসির সাথে যায় না তাই সে ব্যান মেরে ডিলেট করে দিল। গুগুল প্লে স্টোর ব্যান মারলেও উক্ত এপ গুলোর কিন্তু জয়রথ থামে নাই কারন গুণীজনে বলে ' নিষিদ্ধ জিনিসে মানবের আগ্রহ বেশি'। অনেক দিন পরে আজকে টিউন লিখতে বসলাম তাই আজকে সেই নিষিদ্ধ নিয়েই এসেছি আপনাদের মাজে।

সবার আগে লাকি সাহেবের কথা বলা যায় মানে লাকি পেচার এপ, বেচার নামে লাকি হলেও আসলে লাকি পেচার এপ গুগুলে শুধু নিষিদ্ধ না মহা নিষিদ্ধ হয়েছে। কেন Lucky Patcher এর উপর এত ক্ষোভ? কারন লাকি পেচার এমন এপ যেটা আসলে সম্পূর্ণ এন্ডয়েড সিস্টেমের পারমিশন ব্রেক করে দেয়। তাহার কি কি সুবিধা জানতে নিচের পয়েন্ট গুলো দেখুনঃ

  • যেকোন এপ বা গেমসের বিজ্ঞাপণ বন্ধ করে দেয়া যায় এই এপ দিয়ে
  • আপনি Lucky Patcher দ্বারা সিস্টেমের পারমিশন ব্রেক করে দিতে পারেন যাতে নিয়ন্ত্রন করতে পারবেন যেকোন এপ।
  • প্রিমিয়াম গেমস টুল গুলা এই এপের মাধ্যমে কব্জা করে নেয়া যায়
  • এই এপের কারনে মোবাইল থেকে গুগুল মামার হাবিজাবি প্রি- বিল্ড এপ গুলো কে ঝেড়ে ফেলে দিয়ে মোবাইলের স্পেস ক্লিয়ার করতে পারবেন।

তাহার আরও অনেক ফায়দা আছে যা ব্যবহার করে বুজতে পারবেন। যেহেতু ইহা গুগুল মামা দ্বারা নিষিদ্ধ তাই তাহাকে প্লে স্টোরে পাবেন না স্বাভাবিক তবে তাকি বিভিন্ন ট্রাস্টেড সাইট গুলো থেকে ডাউনলোড করা যায়, এখানে ক্লিক মারলে পেয়ে যাবেন Lucky Patcher Download

উক্ত এপ যাওয়ার পরে আরেকটি এপের নাম মার্কেটে জোরে উচ্চারণ হয়ে থাকে সেটি হচ্ছে ইউটিউব ভিডিও ডাউনলোডার। যদিও লাকি সাহেব মার্কেটে কিছুটা অপারেজেয় এবং তাহার কোন শক্ত প্রতিপক্ষ নেই সেখানে ইউটিউব ভিডিও ডাউনলোডার অনেক এপ মার্কেটে বিরাজ করে। তবে তাহার মধ্যও কিছু উত্তম কিচিমের ডাউনলোডার এপ আছে যার মধ্য উল্লেখ্য যোগ্য Tubemate, Vidmate, OGYoutube এবং Firetube সহ এপ সমূহ। উক্ত এপ গুলো দিয়ে যে শুধু ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে তা নয় আপনি অন্য সোশ্যাল মাধ্যমের ভিডিও গুলো ডাউনলোড করে নিতে পারবেন।

উক্ত এপ গুলোও বিভিন্ন সাইটে পাওয়া যায়্য গুগুলে সার্চ দিলে। গুগল মামা তাদের প্লে স্টোর থেকে এদের নিষিদ্ধ করলেও প্লেস্টোরে সার্চ দিলে ঠিকই এদের পাওয়া যায়। যাহার সার্চ দিতে কস্ট লাগে তাদের জন্য লিংক দিয়ে দিলাম গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে করুন  Vidmate Download  এবং এখানে করুন  OGYoutube  ডাউনলোড। 

ডাউনলোডের ইতিহাস জানা শেষ হলে এবার আসুন লান্সার বা থিমে। গুগুল প্লেস্টরের নিষেধাজ্ঞার কবলে পড়েছে লান্সারও। তেমনি এক লান্সার হচ্ছে Windows 7 Launcher। বেচারার কাজ ছিল অ্যান্ড্রয়েড কে দেখলে উন্ডস এর মতা করা।

সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত রইলাম অন্য দিন অন্য কোন টপিক নিয়ে আলোচনা হবে।

Level 1

আমি techcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস