কেমন হতো যদি আপনার হাতের কাছে থাকা মোবাইলটি দিয়েই ইনকাম করা সম্ভব হত? নিশ্চই খারাপ কিছু না-তাইনা? ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় নষ্ট না করে। যদি সেই সময়গুলোকে কাজে লাগিয়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। তাহলে লেগে পড়ুন আজ থেকেই।
যাইহোক, এই ধরনের মজার টিপস একসাথে পেতে চাইলে ঘুরে আসুন আমাদের টোটো বাংলা পরিবার থেকে।
হ্যাঁ, অবশ্যই! সবই সম্ভব। শুধুমাএ আপনার কাছে অনলাইন থেকে ইনকাম করার অদম্য ইচ্ছে থাকলেই হবে। বাকিটা নির্ভর করবে আপনার কাজ এবং দক্ষতার উপর। বর্তমানে আমার পরিচিত অনেককেই দেখছি অনলাইন থেকে ্ইনকাম করতে। মোবাইল দিয়ে ইনকাম করে নিজেকে বিল্ড আপ করতে পেরেছে। আজ তাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সিংয়ের মতো মুক্তপেশার সাথে জড়িত আছে।
ইনকাম করার অনেকগুলো উপায় আছে। আপনাকে শুধু সেই উপায়গুলো সম্পর্কে জানতে হবে। এবং সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। যেমন, প্রথম উপায় হিসেবে বলবো, কার্টুন এনিমেশন তৈরি করে ইনকাম করা।
আমি এর আগে কিভাবে হাতের কাছে থাকা মোবাইল দিয়েই কার্টুন তৈরি করবেন। কোন কোন অ্যাপসের সাহায্য নিতে হবে। সে বিষয়ে বিস্তারিত বলেছি। আপনি না জানলে পোষ্টটি একবার দেখে নিতে পারেন।
এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, এইসব কার্টুন তো বানাবো। কিন্তু এইসব দিয়ে ইনকাম কিভাবে হবে?
-বেশ ভালো প্রশ্ন। তবে এই প্রশ্নের উওরটাও বেশ সহজ। আপনি কি ইউটিউবের নাম শুনেছেন? অবশ্যই বলবেন হ্যাঁ শুনেছি। তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, ইউটিউব যদি ফ্রিতে তাদের হোষ্টিং খরচ দিয়ে আমাদের ভিডিও আপলোড করার সুবিধা দেয়। তাহলে আপনি ভিডিও আপলোড করতে এতো দ্বিধাবোধ করছেন কেন?
ফেসবুক চালিয়ে তো ঠিকই ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন। তাহলে সেই সময়গুলোকে কাজে লাগিয়ে ইনকাম করার চেষ্টা করলে তো দোষের কিছু দেখছি না।
-এখন আপনি বলতে পারেন যে ভাই, ইউটিউবে তো ভি্উ পাওয়া অনেক টাফ। আপনি হয়তবা ইউটিউবের এলগরিদম সম্পর্কে জানেন না।
তাহলে আপনাকে বলছি, ভাই শোনেন। আপনি তো আর টাকা দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করছেন না। যে যদি ভিউ না পান। তাহলে আপনার অর্থ ও শ্রম দুটোই বৃথা যাবে। আর ভি্উ নিয়ে চিন্তা এইতো? -আপনার ভিডিওতে শিক্ষনীয় কোনো বিষয় থাকলে অবশ্যই আপনি ভিউ পাবেন। যদি বিশ্বাস না হয়, তাহলে ফেসবুকের ভিডিও আপলোড করা পেজগুলোতে চোখ রাখুন। কত খারাপ, লো কোয়ালিটির ভিডিওগুলোতেও লাখ লাখ ভিউ।
ব্লগিং কি? কিভাবে ব্লগিং করে? এসব বিষয় নিয়ে আমি বিশেষভাবে বিস্তারিত আলোচনা করেছি। জানতে চাইলে নিচের দেওয়া লিংক থেকে তা পড়ে নিতে পারেন।
মোবাইল দিয়ে ইনকাম করার আরেকটি উওম উপায় হলো, ব্লগিং করা। আপনার হাতে কম্পিউটার নেই বলে যদি পিছিয়ে থাকেন। তাহলে বলবো আজ থেকেই ব্লগিং করা শুরু করে দিন। কারন ব্লগিং করার জন্য আপনাকে কোনো প্রকার টাকা ব্যয় করতে হবে না। শুধুমাএ একটা জিমেইল একাউন্ট হলেই যথেস্ট।
ব্লগিং করে আবার ক্যামনে ইনকাম হয় ভাই?
যদি আপনি উপরের দেয়া লিংক থেকে ”ব্লগিং কি? ক্যামনে ব্লগিং করে?” পোষ্টটি পড়ে থাকেন। তাহলে এরপরের কথাগুলো আপনার বুঝতে সুবিধা হবে।
ব্লগিং করে আপনি ভিন্নভাবে ইনকাম করতে পারবেন। আমি ইতিমধ্যেই ইনকাম করার একটা বৃহৎ লিস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন, তাহলে নিচের দেওয়া লিংক থেকে পড়ে নিন।
আমি সিন্ধান্ত নিয়েছি, অনলাইনে ইনকামের সমস্ত বিষয় নিয়ে “টেকটিউনসের” এই পাতাতে নিয়মিত লিখে যাবো। যা লিখবো সেগুলোকে বিভিন্ন পার্ট হিসেবে ভাগ করে লিখবো।
তবে একাউন্টকে একটিভ রাখার জন্য ডেমো টিউন হিসেবে আপনাদের আগ্রহকে বোঝার চেষ্টা করছি আরকি। যদি আপনাদের এই ডেমো পোষ্টগুলোতে ভালো সাড়া পাই। তাহলে আমার পরবর্তী পোষ্টগুলোই হবে আপনাদের জন্য নতুন এক চমক।
আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে, যোগাযোগ করতে পারেন।
যোগাযোগের ঠিকানা: টোটোবাংলা
আমি Toto Bangla। , Blogger/Writter/SeoMaster/2D Animation maker বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।