২০-২৫ হাজার বাজেটের মধ্যে এখনো সেরা কোন ফোন?

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

আমাদের শখের একটি ডিভাইজ স্মার্টফোন। বর্তমানে এটি ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে উঠেছে। যোগাযোগ থেকে শুরু করে কাজ কর্ম প্রায় অনেক কিছু এতে করা হয়। সাথে তো আছে বিনোদনের ব্যবস্থা। শখের এই ডিভাইসটি কিনতে আমরা অনেক ঘাটাঘাটি করে সব তথ্য নিয়ে থাকি। কারণ সাধারণত অনেকদিনের জমানো টাকায় আমরা শখের ফোনটি কিনে থাকি।

আজ আপনাদের ২০-২৫ হাজার মূল্যের মধ্যে কিছু ২০১৯ সালে সবার পছন্দের লিস্টে থাকা কিছু ফোনের কথা ও গুণাগুন তুলে ধরব। হয়ত আপনার কাছে আসতে পারে।

১. Xiaomi Note 7 Pro : এই বছরের সবচেয়ে আলোচিত ফোন এটি। প্রায় সবার নজর কেড়েছে এই ফোনটি। চায়না কোম্পানী সাওমীর এর বাজেটের একটি চমক এটি। সামনে-পিছনে গ্লাস বডি, SD 675 প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আর ৪০০০ মিএমএইচ এর একটি পাকাপোক্ত ফোন এটি। প্রথমের দিকে একটু উচ্চমূল্য থাকলেও বর্তমানে এটি বাজারমূল্য অনেকটা কমেছে। এর বেইস ভার্সনটি ২০-২১ এর মধ্যে পাবেন।

২. Realmi X : সাওমী কোম্পানীকে টেক্কা দিয়ে অপ্পো কোম্পানির সাব-ব্রান্ড এটি। বডিটা তেমন পাকাপোক্ত না হলেও এই ফোনের স্পেকগুলো আপনাকে আকর্ষিত করবেই।  SD 710 Processor, ফুল ডিসপ্লে, ৪৮ মেগা ক্যামেরা, পপআপ ক্যামেরা, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ নানা ফিচার। এর বেইস ভার্সনটি ২০-২২ এর মধ্যে পাবেন।

এই দুটো ফোনের Note 7 Pro ও Realmi X এর হেড টু হেড পার্থক্য দেখে নিতে পারেন।

Level 2

আমি meenctg। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simple life,simple think


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস