হ্যালো বন্ধুরা,
আপনাদের অনেকের ফোনে নেট চালানোর সময় মোবাইল গরম হয়ে যায় তাই না! এই সমস্যাটি বেশিরভাগই শাওমি মোবাইলের হয়ে থাকে । কেমন হয় যদি ফ্লাইট মুড অন করে নেট চালাতে পারেন। জি পারবেন। মোবাইলে ফ্লাইট মুড অন থাকলে ফোন কিন্তু হিট হয় না। কিন্তু ফ্লাইট মুড অন করলে সিম বন্ধ হয়ে যায়, তাই না! সমস্যা নেই শিখিয়ে দিচ্ছি
সর্ব প্রথম আপনি আপনার ফোনে নেটওয়ার্ক সিটিং এ গিয়ে ডাটা কানেকশন করে নিন যে সিমে নেট চালাতে চান।
এরপর ফ্লাইট মুড অন করে দিয়ে মোবাইলের Dial Paid এ গিয়ে Dial করূন *#*#4636#*#*। এটি ডায়ল করলে আপনার সামনে Phone information 1 ও Phone information 2 আসবে। যে সিমে ডাটা অন করতে চান সেটিতে ক্লিক করুন। এরপর স্ক্রল ডাউন করলে দেখবেন Mobile Radio Power নামে একটি অপশন আছে ওখানে ক্লিক করে অন করে দিন।
ব্যাস এখন চালান নেট চালাতে থাকুন। আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে ফ্লাইট মুড অন করলেই হয়ে যাবে।
না বুঝলে নিচে স্কিনশট গুলো ধাপে ধাপে দেখুন:
ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন
টিউনি সবপ্রথম লিখেছেন আমাদের সাইটের Author Loriex
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, টিউমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!
আবারও ধন্যবাদ সবাই কে…
আমাদের সাইটে ১ টি টিউন করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়। আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।
আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
ভাল ট্রিক্স। ধন্যবাদ।