ReiBoot for Android ফোন রিপেয়ার করার অসাম! একটি সফটওয়্যার, এতে রয়েছে জটিল সমস্যার সহজ সমাধান

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

ফোনের মধ্যে জনপ্রিয় হল অ্যান্ড্রয়েড। এর কারণ হল অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে দারুণ সব ফিচার আর নতুন নতুন অ্যাপ যা আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করে তুলেছে। সকলের কাছে অ্যান্ড্রয়েড যেমন জনপ্রিয় হয়ে উঠেছে ঠিক তেমনি এর সমস্যা ও বেড়ে চলেছে।

অ্যান্ড্রয়েড ফোনের নানা রকম সমস্যার মধ্যে মূলত যে সকল সমস্যা হয়ে থাকে তার মধ্যে ফোন ব্রিক করা। প্রায় সকলের এই সমস্যা হয়ে থাকে। এছাড়াও নানা ধরনের সমস্যার কারণে অ্যান্ড্রয়েড ফোন সিস্টেম রিপেয়ারের প্রয়োজন হয়।

কেন সিস্টেম রিপেয়ার?

ফোনে যখন সমস্যা দেখা দেয় তখন ফোন ঠিকমত কাজ করতে পারে না। ব্যবহারকারী এই সমস্যা থেকে মুক্তি পেতে ফোনের সিস্টেম রিপেয়ার করে থাকে।

সিস্টেম রিপেয়ারের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করবেন?

ইন্টারনেট থেকে খুঁজলে সিস্টেম রিপেয়ারের জন্য হাজার সফটওয়্যার পেয়ে যাবেন। কিন্তু এতে আপনার সময় নষ্ট আর আশা অনুরূপ কোন ফল পাবেন না। যারা এই নিয়ে খুঁজেছেন তারাই জানেন এইসব কত ঝামেলার কাজ। তাই সকলের ব্যবহারের সুবিধা অনুযায়ী ReiBoot for Android সফটওয়্যার নিয়ে আলোচনা করব।

 

কেন ReiBoot for Android সফটওয়্যারটি ব্যবহার করবেন?

ReiBoot for Android সফটওয়্যারটি ব্যবহার করা সহজ। ইন্সটলের সময় কোন ঝামেলাই পড়তে হয় না। ব্যাকগ্রাউন্ড অ্যাপ চলার সময় কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয় না।

ReiBoot for Android এর ফিচার

অ্যান্ড্রয়েড ফাস্ট মোডে এক ক্লিক প্রবেশ ও এক ক্লিকে Exit

ReiBoot for Android এর বিশেষত্ব হচ্ছে আপনাকে ফোনের কী বাটন কম্বিনেশন প্রেস করে ফাস্ট বুট মোডে ঢুকতে বা বের হতে হবে না ReiBoot for Android এর মাধ্যমে এক ক্লিকেই ফাস্ট বুট মুডে ঢুকতে পারবেন বা আপনার ফোন যদি ফাস্ট বুট মুডে ফোন Stuck হয়ে যায় তবে এক ক্লিকেই তা থেকে বের হতে পারবেন।

সহজ ও নিরাপদ ভাবে অ্যান্ড্রয়েড রিকভারি মোডে প্রবেশ ও Exit

আপনার অ্যান্ড্রয়েড ফোনের কী কম্বিনেশন কাজ করছে না? কিভাবে অ্যান্ড্রয়েডের রিকভারি মোডে প্রবেশ করবেন? নতুনদের জন্য অ্যান্ড্রয়েডের রিকভারি মোডে প্রবেশ করা খুব একটি সহজ কাজ নয় কারণ অ্যান্ড্রয়েডের রিকাভারি মোডে ঢুকতে এক এক ব্র্যান্ডের হ্যান্ডসেটে একএক ভাবে তা করতে হয়। আর তা সঠিক ভাবে করতে না পারলে ফোন ব্রিক হয়ে যাওয়াও সম্ভাবনা রয়েছে।

ReiBoot for Android এর মাধ্যমে আপনি এক ক্লিকে সহজেই রিকভারি মোডে Enter করতে পারবেন আর নিরাপদ ভাবে এক ক্লিকে রিকভারি মোড থেকে বেরও হতে পারবেন।

সহজেই অ্যান্ড্রয়েড ডাউনলোড মোডে প্রবেশ

অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড মোডকে ওডিন মোড বলা হয়ে থাকে। এর কারণ হল যারা ডাউনলোড মোডে ফ্ল্যাশ করে থাকে তারা সবাই ওডিন এর মাধ্যমে কাজ করতে চাই। কিন্তু নাম যত সহজ ওডিন এর কাজ ততটা সহজ মনে করলে ভুল করবেন। না জেনে কাজ করতে গেলে ক্ষতির সম্মুখীন হবেন। তাই আপনাদের এই কঠিন কাজটি সহজ করে দিবে ReiBoot for Android। অন্য সফটওয়্যারের মত কোন ঝামেলার প্রয়োজন হবে না। ক্লিকের মাধ্যমে ফ্ল্যাশ করতে পারবেন।

এক ক্লিকে অ্যান্ড্রয়েড ডাউনলোড মোডে থেকে Exit

ওডিন দিয়ে ডাউনলোড মোডের কাজ করতে গেলে অনেক সময় ডাউনলোড মোডে  আটকে থাকে।  Reiboot for android ব্যবহার করে একটি সাধারণ ক্লিকের মাধ্যমে ফোনের অ্যান্ড্রয়েড ডাউনলোড মোড থেকে বেরিয়ে আসতে পারেন।

ফোনের আপডেট সমস্যার সহজ সমাধান

 

সকলেই জানে যে ফোন আপডেট দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকে ফোন আপডেট নিয়ে সমস্যায় হয়ে থাকে। ফোন আপডেট করতে গেলে এরর দেখায়। ReiBoot for Android মাধ্যমে সহজে আপডেট করতে পারবেন।

ফোনে ওটিএ আপডেট এরর দেখালে তা ফিক্স করতে পারবেন

 

সিস্টেম আপগ্রেড, ওটিএ আপডেট সমস্যা এক ক্লিকে সমাধান করে দিবে ReiBoot for Android

বিদায় জানান Slow ও  Stuck কে, স্বাগতম জানান Fast ও Smooth কে

ফোনের স্লো এবং স্টক মোডকে বিদায় করে দিয়ে ফোনের ফাস্ট এবং স্মুথ মোডকে স্বাগতম জানান।

অ্যান্ড্রয়েড ফোনগুলি ক্যাশ পার্টিশন ওএস আপডেটে এরর সমস্যা দেখা দেয়। যার কারণে অস্থায়ী সিস্টেম ফাইলগুলি কাজ করা বন্ধ করে দেয়। ReiBoot for Android সিস্টেমে থাকা ক্যাশ ও ক্যাশে থাকা পার্টিশনটি মুছে আপনার ফোনটিকে ফাস্ট এবং স্মুথ করে তুলে।

  • অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেম ক্যাশ মুছে ফোনের গতি বাড়াতে সাহায্য করে।
  • কোন ডাটা ক্ষতি ছাড়াই সিস্টেম ক্যাশ পার্টিশনটি মুছে ফোনকে সুরক্ষিত রাখে।
  • দুর্বল বা আপডেট এরর ফোনের কর্মক্ষমতা ফিরিয়ে আনতে ফোনের মডেল অনুযায়ী Android OS আপডেট করুন এবং প্রয়োজনে রিস্টোর করুন।
  • এক ক্লিকের মাধ্যমে সব কাজ করতে পারবেন।

৬০০+ অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবলেট সাপোর্ট

ReiBoot for Android ৬০০+ অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবলেট সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 2.0 থেকে শুরু করে উপরের দিকে প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইস সাপোর্ট করে।

  • Samsung: স্যামসাং: গ্যালাক্সি এস, গ্যালাক্সি নোট, গ্যালাক্সি এ, গ্যালাক্সি জে ইত্যাদি।
  • LG: এলজি: এলজি জি 8, এলজি 50 ইত্যাদি।
  • Google: গুগল: পিক্সেল 3, পিক্সেল 2, পিক্সেল ইত্যাদি।
  • Huawei: হুয়াওয়ে: হুয়াওয়ে পি 30, হুয়াওয়ে মেট এক্স, হুয়াওয়ে মেট 20 ইত্যাদি।
  • HTC: এইচটিসি: এইচটিসি ডিজায়ার, এইচটিসি ওয়ান, এইচটিসি ইউ, ইত্যাদি।
  • Sony: সনি: এক্সপিরিয়া 1, এক্সপিরিয়া 10, এক্সপিরিয়া এল 3 ইত্যাদি।

সকল সাপোর্টেড ডিভাইসের পূর্ণ লিস্ট রয়েছে এই লিংকে

ReiBoot for Android এর মাধ্যমে ফোনের যে সমস্ত সমস্যার সমাধান করা যাবে

  1. রিকভারি মোডে আটকে গেলে সমাধান করতে পারবেন।
  2. ফাস্ট বুট মোডে আটকে থাকে এক ক্লিকে ঠিক করতে পারবেন।
  3. অ্যান্ড্রয়েড ডাউনলোড মোডে আটকে থাকার সমাধান রয়েছে এক ক্লিকেই।
  4. ফোন হ্যাং করলে তার সমাধান।
  5. অকারণে ব্যাটারি ড্রেন হওয়ার সমাধান নিয়ে নিন।
  6. বন্ধ ফোনটি এক ক্লিকে সচল করুন।
  7. ব্ল্যাক স্ক্রিন ও img ফাইল /রিকভার এর সঠিক সমাধান।
  8. সিস্টেমের সমস্যার কারণে টাচ স্ক্রিন কাজ না করলে ঠিক করতে পারবেন।
  9. স্যামসাং লোগো আটকে বা ব্রিক এর সমাধান করতে পারবেন।
  10. রিকভারি মোড কাজ করা বন্ধ করে দিলে তার সমাধান রয়েছে।
  11. নানা রকম অ্যাপ ব্যবহার বা অন্য কোন কারণে ফোনে ভাইরাস প্রবেশ করে। এই ক্ষতিকর ভাইরাস অপসারণ করে সিস্টেমকে ভাল রাখতে সাহায্য করে।
  12. অনেক সময় ফ্ল্যাশ বা সিস্টেম ক্রাশের কারণে ফোনে  চার্জ হয় না। এর ক্লিকে রয়েছে এই সমস্যার সমাধান।
  13. ফোন স্লো বা ব্রিক করতে এর চেয়ে বিরক্তিকর আর কি হতে পারে। কিন্তু এই বিরক্তিকর সমস্যার সমাধান হয়েছে এক ক্লিকে।
  14. ফোনটি বার বার চালু হওয়ার সমস্যা থেকে সমাধান দিবে এক ক্লিকে।
  15. অনেক সময় সিস্টেমের ত্রুটির কারণে অ্যান্ড্রয়েড হেডফোন মোডে আটকে যায়। এই সমস্যার সমাধানও করতে পারবেন এক ক্লিকে।
  16. এক ক্লিকে অ্যান্ড্রয়েড ওটিএ আপডেট এরর সমস্যার সমাধান।
  17. ডাটা ব্যাকআপ রাখা বা রেস্টর করা।
  18. মডেল অনুযায়ী ফার্মওয়্যার ডাউনলোডের সুবিধা।
  19. ফোনের মডেল খুঁজতে সমস্যা হলে রয়েছে তার সমাধান।
  20. কোন কারণে বুঝতে অসুবিধা হলে ব্যবহারকারীর সুবিধার জন্য রয়েছে গাইড লাইন। যা দেখে সকল সমস্যার সমাধান করতে পারবেন।

কিভাবে ReiBoot for Android ব্যবহার করবেন

সিস্টেম রিপেয়ার সফটওয়্যারটি ব্যবহারের জন্য প্রথমে ReiBoot for Android ডাউনলোড করে নিন।

ডাউনলোড হয়ে গেলে কম্পিউটার বা ল্যাপটপ এর ডাউনলোড ফাইল লোকেশন থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে run as administrator থেকে ওপেন করুন।

এরপর ইন্সটল এর নীচে I've read and agreed ঠিক মার্ক করে দিয়ে ইন্সটলে ক্লিক করুন।

ইন্সটল সম্পূর্ণ হলে start এ ক্লিক করুন।

ReiBoot for Android ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি ReiBoot for Android এর সকল ফিচার দেখতে পাবেন।

এখন ইউএসবি ক্যাবল দিয়ে আপনার ফোনটি কানেক্ট করুন। কানেক্ট করার ফোন থেকে নোটিফিকেশন আকারে পারমিশন চাইবে আপনি Allow করে দিন।

রিকভারি মোডে যাওয়ার জন্য ফোনের developer options থেকে  USB debugging অন করে দিন।

কিভাবে রিকভারি মোড থেকে বের হয়ে আসবেন তা দেখার জন্য exit recovery mode এ ক্লিক করুন।

ডাউনলোড মোডে যাওয়ার জন্য enter download mod এ ক্লিক করে দেখে নিন।

হোম বাটন নেই এমন ফোন থেকে কিভাবে ডাউনলোড মোড ওপেন করতে হবে তা দেখার জন্য phone without home button এ ক্লিক করুন।

সবকিছু জানার পর আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর ডাটা অন করে repair android system এ ক্লিক করুন।

এরপর repair now তে ক্লিক করুন।

আপনার ফোনের brand, series, model, country, carrier সিলেক্ট করে next এ ক্লিক করুন।

ফোনের মডেল খুঁজে না পেলে can't find your device model এ ক্লিক করুন এরপর আপনার ফোনের brand, series, model, লিখে সাবমিট করুন।

Firmware ডাউনলোডের জন্য অপেক্ষা করুন।

১০০% ডাউনলোড হওয়ার পর done এ ক্লিক করুন।

এখন আপনার ফোনের দিকে লক্ষ্য করুন। দেখবেন কিছু সময়ের মধ্যে আপনার ফোনের সম্পূর্ণ সিস্টেম নতুন করে ইন্সটল নিবে। ইন্সটল হওয়ার পর আপনার প্রিয় ফোনটি চালু হবে। এভাবে ReiBoot for Android সফটওয়্যারের মাধ্যমে সঠিক নিয়মে ধাপে ধাপে সম্পূর্ণ কাজ করতে পারলে আপনার ফোনটি নতুন করে ফিরে পাবেন।

ReiBoot for Android এর ভার্সন

সফটওয়্যারটির যে দুটি ভার্সন রয়েছে

  • একটি ফ্রি এবং
  • প্রো

ফ্রি ভার্সনের মাধ্যমে যে সব কাজ করতে পারবেন

  • এক ক্লিকে ফাস্ট বুট মোডে প্রবেশ করতে পারবেন।
  • এক ক্লিকে রিকভারি মোডে প্রবেশ করতে পারবেন।
  • এক ক্লিকে ফাস্ট বুট মোড থেকে বের হতে পারবেন।
  • এক ক্লিকে রিকভারি মোড থেকে বের হতে পারবেন।

প্রো ভার্সনের মাধ্যমে যে সব কাজ করতে পারবেন

  • এক ক্লিকে ফাস্ট বুট মোডে প্রবেশ করতে পারবেন।
  • এক ক্লিকে রিকভারি মোডে প্রবেশ করতে পারবেন।
  • এক ক্লিকে ফাস্ট বুট মোড থেকে বের হতে পারবেন।
  • এক ক্লিকে রিকভারি মোড থেকে বের হতে পারবেন।
  • ফাস্টবুট মোডে আটকে গেকে ঠিক করতে পারবেন।
  • রিকভারি মোডে আটকে গেকে ঠিক করতে পারবেন।
  • ডাউনলোড মোডে আটকে গেকে ঠিক করতে পারব।
  • ব্ল্যাক স্ক্রিন ঠিক করতে পারবেন।
  • বুট লুপে আটকে থাকলে ঠিক করতে পারবেন।
  • আপডেট না হলে আপডেট করতে পারবেন।
  • ফোন চালু না হলে ঠিক করতে পারবেন।
  • রিকভারি এর যে কোন কমান্ড ঠিক করতে পারবেন।
  • টাচ স্ক্রিন কাজ না করলে ঠিক করতে পারবেন।
  • ফোন স্লো বা লেগ করলে ঠিক করতে পারবেন।
  • হেডফোন মোডে আটকে গেলে ঠিক করতে পারবেন।
  • ওটিএ আপডেট ফিক্স করতে পারবেন।

ReiBoot for Android প্রো সফটওয়্যারটি এক জন ব্যবহারকারী ব্যবহার করতে পারবে মাসিক ফি $25.95 যা বাংলাদেশী টাকায় ২১৯৩ টাকা প্রায়। আর বাৎসরিক ফি $29.95 যা বাংলাদেশী টাকায় ২৫৩১ টাকা প্রায়। এছাড়া রয়েছে লাইফটাইম লাইসেন্স ও আপনার প্রয়োজন মত কাস্টোমাইজ লাইসেন্স।

কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য ডিভাইসের প্রয়োজন অনুযায়ী প্রো ভার্সন ব্যবহার করতে পারেন।

ReiBoot for Android ডাউনলোড

ReiBoot for Android ডাউনলোড (ফ্রি ভার্সন)

শেষ কথা

ReiBoot for Android এর ফাস্ট ও স্মুথ ইন্সটলেশন, লাইট ওয়েট ইন্টারফেস, দারুন সব ফিচার,  ব্যবহারের সুবিধা, ওয়ান ক্লিক সলিউশন এর জন্য ReiBoot for Android আমার কাছে দারুন একটি অ্যান্ড্রয়েড রিপেয়ার সফটওয়্যারটি মনে হয়েছে।

আশাকরি আপনাদেরও ভাল লাগবে।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আপনার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং আমার টিউন গুলোর র‌্যাংক বৃদ্ধি পাবে।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

আর টিউন সংক্রান্ত আপনার যে কোন প্রশ্ন আর জিজ্ঞাসার জন্য টিউমেন্ট করতে দ্বিধা করবেন না।

Happy Techtuning!

Level 5

আমি শোয়েব রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস