অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড কিউ এর অপেক্ষায় আমরা প্রায় সকলেই বসে আছি। হুয়াইয়ে, শাওমি সহ আরো কিছু স্মার্টফোন কোম্পানি অলরেডি তাদের ফোন গুলো লিস্ট বের করে দিয়েছিল আসলে কোন কোন ফোনগুলো অ্যান্ড্রয়েড কিউ আপডেট সর্বপ্রথমে পাবে।
আজকে জানাবো অ্যান্ড্রয়েড কিউ তে কি কি আপডেট আসতে চলেছে।
এই সেপ্টেম্বর মাসে মধ্যেই অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেম টা লন্স করবে। তবে একটা বিষয় বলে রাখা ভালো, অ্যান্ড্রয়েড আগের ভার্সন গুলোর যেমন একেক্টা নাম ছিল যেমন, কিটক্যাট, ললিপপ, অরিও, অ্যান্ডয়েড পাই, অ্যান্ড্রয়েড কিউতে কিন্তু সেটা থাকছে না। অ্যান্ড্রয়েড 2 Q হয়ে যাবে অ্যান্ড্রয়েড 10. এছাডাও তাদের লোগো ডিজাইনেরও চেঞ্জ নিয়ে এসেছে গুগল। আরেকটা ব্যাপার হলো অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড কিউ পেয়ে গেছেন, আসলে যারা ডেভলোপার আছেন, তারাই শুধুমাত্র কিউ বেটা ভার্সন তা পেয়েছেন, তবে বেটা ভার্সনে অনেক গুলো ল্যাগ দেখা গেছে, যেমন ব্যাটারি গরম হওয়া একটি। এই সেপ্টেম্বর মাসেই অনেকেই অফিসিয়াল অ্যান্ড্রয়েড টেন আপডেট পেয়ে যাবেন।
যারা কানে কম শোনে তাদের জন্য এই ফিচারটি। অনেক সময় অনেকেই আছেন যারা কানে অনেক কম শোনেন, এবং তারা অনেক কম সাউন্ড শুনতে পাইনা, তারা যদি কানে ইয়ারফোন দিয়ে সাউন্ড অ্যামপ্লিয়ার অফশনটা একটু বাড়িয়ে দেয় তাহলে তারা সকল সাউন্ড শুনতে পাবে।
ধরুন কোন একটা বাঘ, ভাল্লুক, বা মানুষ এর A R যদি গুগলে সার্চ করি তাহলে সেই এ আর মডেল টি ক্যামেরা ওপেন করে সামনে বসিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। মানুষ, কঙ্কাল, সহ যেকোন এ আর মডেল আমরা ভালোভাবেই পর্যবেক্ষন করতে পারবো এই ফিচারের মাধ্যমে। এটা কিন্তু আমাদের মেডিক্যাল বা ইঞ্জিয়ারিং এর স্টুন্ডেন্টদের জন্য দারুন একটি ফিচার।
এর আগে কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জার, বা অন্যান্য অ্যাপসে জন্য আলাদা আলাদা ডার্ক মোড অপশন ছিলো। কিন্তু অ্যান্ড্রয়েড কিউতে আপনি সরাসরি সকল অ্যাপ্সই ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন।
তো এর আগে আমাদের ফোন গুলো তে কাস্টম UI এর থিম গুলো ব্যবহার করতে হতো, কারন অ্যান্ড্রয়েড এর কোন নিজস্ব থিম অপশন ছিলোনা। কিন্তু অ্যান্ড্রয়েড কিউতে থিম অপশন চলে যাবে, যেটা কাস্টম UI এর থিম এর থেকে একেবারেই আলাদা হবে।
এরপরে আমরা এখনো পর্যন্ত যে ফেস আনলক সিস্টেম টা ব্যবহার করছি এটা কিন্তু ২ডি মোডে, কিন্তু অ্যান্ড্রয়েড কিউ তে চলে আসছে থ্রীডি ফেস আনলক। যেটা ২ডি ফেস আনলক সিস্টমের থেকে অনেক বেটার সিকুউরিটি দিবে।
ধরুন আপনি হটস্পট এর ম্যাধ্যমে বা ব্লুটুথ এর মাধ্যমে ইন্টারনেট শেয়ার করছেন, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারছেন কে কতটুকু ডাটা ব্যবহার করছে, বা কাকে কতটুকু ডাটা আপনি ব্যবহার করতে দিবেন সেটা অ্যান্ড্রয়েড কিউ আপডেটের মাধ্যমে করতে পারবেন খুব সহজেই। এছাড়া আপনার ফোনের সাথে কানেক্টেড সকল ডিভাইস অপারেট করার অ্যাবিলিটি থাকবে আপনার। যেমন আপনার ফোন থেকে কে ইন্টারনেট ব্যবহার করতে পারবে, কত সময় ব্যবহার করবে, এবং কত স্পীডে ব্যবহার করতে পারবে।
কিঊ আর কোডের নাম অনেকেই শুনেছেন, আমরা যারা ফাইল ট্রান্সফার শেয়ারইট ব্যবহার করছি, তারা হয়তো দেখেছি, যখন ফাইল ট্রান্সফার করা হয় তখন কিউ আর কোডের একটা অপ্সন থাকে, কিউ আর কোড স্ক্যান করলেই ফাইল ট্রান্সফার শুরু হয়ে যায়। তেমনি আপনি যাকে ইন্টারনেট শেয়ার দিতে চান, সে যদি আপনার ফোনে জেনারেট হওয়া কিউ আর কোড টি স্ক্যান করে তাহলে শুধুমাত্র সেই আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
মাঝে মাঝে অ্যান্ড্রয়েড কিছু কিছু আপডেট আপনার ফোনকে স্লো করে দেয় বা, কিছু আপডেটে বাগ থাকে। যদি দেখেন আপনার আপডেট অ্যান্ড্রয়েড ও এস এ কোন বাগ আছে, তাহলে আপনি সেটা সাথে সাথেই ডাউনগ্রেড করে পুর্বের ভার্সন গুলোর একটা তে চলে আশাকরি এই ফিচার on of the best feature for everyone.
আমরা ম্যাসেঞ্জার ব্যবহার করি তারা সকলেই জানি যে ম্যাসেঞ্জারে চ্যাট হেড অ্যাক্টিভ করলেই পপ আপ একটা ম্যাসেঞ্জার আইকন চলে আসে। যার মাধ্যমে যেকোন অ্যাপ্সের মধ্য থেকে ম্যাসেঞ্জিং চালিয়ে যেতে পারি, এরপর অ্যান্ড্রয়েড কিউ তে সকল অ্যাপ্সের জন্যই এই ফিচারটি পেয়ে যাবেন।
অ্যান্ড্রইয়েড কিউ এর নোফিফিকেশন অপ্সনেও কিছু পরিবর্তন হতে চলেছে। এর আগে আমরা নোটিফিকেশন আসলে, লেফট বা রাইট যেকোন দিকে সোয়াইপ করলে সেটা ডিলেট হয়ে যেতো, কিন্তু কিউ তে রাইটে সোয়াইপ করলে নোটিফিকেশন ডিলেট হবে কিন্তু লেফটে সোয়াইপ করলে আরো কিছু অপশন পাবেন, সেখান থেকে আপনি চাইলে নোটিফিকেশন মুউট করেও রাখতে পারবেন।
Source Video Link: https://www.youtube.com/watch?v=Cis2tlkx2jw
আমি শাইন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।