বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির সবাই ভালো আছেন নিশ্চই। আর আমি জানি যে টেকটিউনস এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।
লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ইউটিউব অ্যাপ ব্যবহার করে। ভিডিও দেখার পাশাপাশি, অনেক মানুষ মিউজিক স্ট্রিমিংয়ের জন্য YouTube ব্যবহার করে থাকে। তবে অন্যান্য সকল মিউজিক স্ট্রিমিং অ্যাপ্লিকেশান এ ‘background playing’ সুবিধা রয়েছে কিন্তু এই গুরুত্বপূর্ণ ফিচারটি YouTube এর সাধারণ অ্যাপ্লিকেশন এ নেই।
হ্যাঁ, আপনি যদি YouTube এর প্রিমিয়াম সংস্করণ হল YouTube Red এ সাবস্ক্রাইব করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে প্লে করার সুবিধা পাবেন এবং ভিডিও ডাউনলোডিং সহ কিছু অতিরিক্ত কিছু সুবিধা পাবেন। তবে অনেকেই ইউটিউব রেড এ সাবস্ক্রাইব করতে চায় না আর কেবল কয়েকটি দেশে ইউটিউব রেড সেবা প্রদান করে।
আপনারা ইতিমধ্যেই জানেন যে YouTube এ আপনার প্রিয় ভিডিও বা মিউজিক শোনার সময়, আপনার স্মার্টফোনের স্ক্রীন অন রাখতে হবে। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি বন্ধ করে অন্য অ্যাপ ওপেন করবেন বা আপনার স্মার্টফোন এর স্ক্রীনটি বন্ধ হবে, তখনই YouTube মিডিয়া প্লে অফ হয়ে যাবে। কিন্তু NewPipe অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনার প্রিয় মিউজিক বা ভিডিও অনায়েসে উপভোগ করতে পারবেন।
আজকে আপনাদের সাথে NewPipe অ্যাপ্লিকেশন সমস্ত ফিচার নিয়ে আলোচনা করবো, ফলে আপনারা আর কখনই এই অ্যাপ ছাড়া ইউটিউব এর ভিডিও প্লে করবেনই না।
NewPipe হল একটি ওপেন সোর্স ইউটিউব ক্লাইন্ট অ্যাপ। এর অনেকগুলো দরকারি ফিচার রয়েছে যেমন: ব্যাকগ্রাউন্ড প্লে এবং ডাউনলোডিং আর এই সুবিধা যদি আপনি অফিসিয়াল অ্যাপ এ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ইউটিউব রেড এ সাবস্ক্রাইব করতে হবে। এছাড়াও এতে রয়েছে পিকচার ইন পিকচার মুড যার মাধ্যমে আপনি অন্য অ্যাপ চালানোর সময় ইউটিউব এর ভিডিও দেখতে পারবেন আপনার স্ক্রীনে। তাছাড়া, এটি YouTube API বা Google Play services ব্যবহার করে না ফলে আপনার মোবাইলে এগুলি না থাকলেও অনায়সে ব্যবহার করতে পারবেন।
নিম্নে প্রত্যেকটা ফিচারের বিস্তারিত আলোচনা করা হল।
NewPipe অ্যাপটির সাইজ মাত্র ৬ এমবি, যা আপনার অফিসিয়াল ইউটিউব অ্যাপ এর থেকে পাঁচ-গুন কম। ফলে আপনার স্মার্টফোন এর স্টোরেজ কম খরচ হবে আর স্লো ও করবে না।
অফিসিয়াল ইউটিউব অ্যাপে যেকোন ভিডিও দেখেন না কেন অ্যাড আপনাকে দেখতে হবে, আর যারা আমার মত অ্যাড দেখতে বিরক্ত হন। তারা নিশ্চিন্তে NewPipe অ্যাপ ব্যবহার করতে পারেন, ফলে ইউটিউব এর কোন ধরনের অ্যাড আপনাকে আর বিরক্ত করবে না।
আপনি NewPipe অ্যাপ ব্যবহার করে যেকোন ভিডিও বা অডিও ডাউনলোড করতে পারবেন। আপনি আপনার পছন্দমত টাইটেল সেট করতে পারবেন, ভিডিও বা অডিও সিলেক্ট করতে পারবেন, এছাড়াও আপনার পছন্দমত ফাইল ফরমেট সিলেক্ট এবং আপনার পছন্দমত রেজুলেশন ডাউনলোড করতে পারবেন।
NewPipe আপনার প্রাইভেসি প্রোটেক্ট করে। কেননা এই অ্যাপ Google APIs ব্যবহার করে না ফলে আপনার ইনফর্মেশন প্রোটেক্ট থাকে। এছাড়াও শুধুমাত্র ভিডিও এবং চ্যানেলের বিবরণ পেতে প্রয়োজনীয় তথ্য ইউটিউবে প্রেরণ করে থাকে এবং NewPipe আপনার সকল ইনফর্মেশন অফলাইনে আপনার ডিভাইসে সেভ করে রাখে ফলে সব কিছু আপনার কন্ট্রোলেই থাকে।
অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় আপনার প্রিয় মিউজিক শুনুন ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ডে প্লে করার মাধ্যমে। এছাড়াও আপনার মোবাইলের র্যাম ও ব্যাটারি ব্যাকআপ বাঁচাতে NewPipe অ্যাপ ক্লোজ করে দিন। আর ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করার কারণে আপনার ডেটা সেভ হয় কেননা তখন শুধু ভিডিওর অডিও স্ট্রিম হয়।
অন্য অ্যাপ ব্যবহার করার সময়, কখনোই ভিডিও প্লে বন্ধ করার প্রয়োজন নেই! যখন যেখানে ইচ্ছা ভিডিও দেখুন, ভিডিওর আকার ইচ্ছা মত বড় ছোট করতে এবং ভিডিওটি স্ক্রীনের যেখানে খুশি সেখানে রাখুন। আর এই ফিচারটি সমস্ত অ্যান্ড্রয়েড ভার্সনে সাপোর্ট করে।
ইউটিউব অ্যাপ এর মতই মাত্র একটি ক্লিক এর মাধ্যমে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। আর আপনি কাস্টম ট্যাব তৈরি করতে পারবেন সেখানে প্রিয় চ্যানেল রেখে দেখতে পারবেন সহজেই। এছাড়াও সহজেই অন্যান্য ডিভাইস থেকে আপনার সাবস্ক্রিপশন ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারবেন।
NewPipe এ বুকমার্ক ফাংশন ব্যবহার করে সহজেই তৈরি করুন আপনার নিজের প্লেলিস্ট। এছাড়াও সময় বাঁচাতে অন্য ডিভাইসে আপনার তৈরি করা প্লেলিস্ট ইমপোর্ট করতে পারবেন।
হিস্টোরি থেকে আপনার পছন্দের ভিডিও কনটেন্ট গুলো আবার দেখতে পারবেন সহজেই। আর আপনার সর্বশেষ সার্চ করা টপিকের উপর ভিত্তি করে ভিডিও সাজেস্ট করবে। ফলে আপনি যা দেখতে পছন্দ করেন তা সহজেই খুঁজে পাবেন।
NewPipe অ্যাপটি দিয়ে শুধু ইউটিউব ছাড়াও SoundCloud এবং MediaCCC ব্যবহার করতে পারবেন। SoundCloud এবং MediaCCC ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
আপনারা ইতিমধ্যে জানেন যে NewPipe অ্যাপটি ফ্রী এবং ওপেন সোর্স। যার ফলে আপনারা নিম্নের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।
আপনি শুধু NewPipe অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন কিন্তু আপনাদেরকে F-Droid এর মাধ্যমে এটি ডাউনলোড এবং ইনস্টল করার জন্য বলছি। কেননা NewPipe অ্যাপটি Google Play Store এ খুঁজে পাবেন না। আর F-Droid হল Google Play Store এর বিকল্প অ্যাপ স্টোর এবং এর মধ্যে আছে ফ্রী এবং ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর বিশাল কালেক্টশন।
F-Droid এর মাধ্যমে এটি ইনস্টল করলে সহজেই আপনি NewPipe এর আপডেট আসা মাত্রই ইনস্টল করতে পারবেন। আর তাই এই লিংক থেকে F-Droid ডাউনলোড করুন এবং ইনস্টল করুন। F-Droid ইনস্টল করা হলে গেলে, সার্চ বারে NewPipe লিখে সার্চ করুন এবং এটি ইনস্টল করুন।
NewPipe ব্যবহার করা পানির মত সোজা। NewPipe অ্যাপ্লিকেশন এর উপরের ডান কর্ণারে অনুসন্ধান আইকনে ক্লিক করে আপনি আপনার কাংখিত ভিডিওটি অনুসন্ধান করুন। অনুসন্ধানের পরে, আপনি যে ভিডিওটি দেখতে চান সেটিতে ক্লিক করুন, ঠিক যেভাবে আপনি ইউটিউব অ্যাপে ভিডিও ওপেন করে থাকেন এবং ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিওটি চালাতে, ভিডিও টির শিরোনামের নিচে ‘Background’ আইকনে ক্লিক করুন।
NewPipe এর ব্যাকগ্রাউন্ড প্লেয়ার এর সবচেয়ে ভাল সুবিধাটি হল, আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করলে শুধু ভিডিওর অডিও ফাইলটি স্ট্রিমিং হয়। ফলে আপনি যদি ডেটা প্যাক কিনে ইন্টারনেট চালান আর এভাবে অডিও স্ট্রিমিং করেন তাহলে অনেক ডেটা সেভ হবে।
ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করার পাশাপাশি, NewPipe এর মাধ্যমে আপনি YouTube এর ভিডিও ডাউনলোড করতে পারবেন। আপনি এই অ্যাপ এর মাধ্যমে সম্পূর্ণ ভিডিও বা শুধুমাত্র অডিও ডাউনলোড করতে পারবেন। আপনি NewPipe থেকে ভিডিও ডাউনলোড করতে যেকোন ভিডিও প্লে করুন এবং ভিডিওর টাইটেল এর নিচের ডান দিকের ডাউনলোড আইকনে ক্লিক করুন। এখন একটি পপআপ বক্স স্ক্রীনে ভেসে আসবে যার মাধ্যমে আপনি সহজেই ভিডিও বা অডিও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি ভিডিও ডাউনলোড করার আগে ভিডিও ফরম্যাট এবং ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন। নিচের ছবিটির দিকে লক্ষ্য করুন।
NewPipe অ্যাপটি আমার কাছে খুবই ভাল লেগেছে, তার অনেকগুলো কারণ আছে। কারণ গুলো হলো, এই অ্যাপটি খুব লাইট ওয়েট, ব্যবহার করাও খুবই সহজ, ইউজার ইন্টারফেস হুবাহু অফিসিয়াল ইউটিউব অ্যাপ এর মত। এছাড়াও আপনি এই অ্যাপ এর মাধ্যমে ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে আর যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর আপনার ফোনটি যদি লো কনফিগার এর হতে থাকে তাহলেও এই অ্যাপটি আপনার ফোনে অনায়েসে ব্যবহার করতে পারবেন। পরিশেষে এক কথায় অ্যাপটি স্বয়ংসম্পূর্ণ যা আপনার সকল চাহিদা পূরণ করতে পারবে বলে আমি মনে করি।
আজ এই পর্যন্তই, টিউনটি কেমন হলো ভালো ব মন্দ যাই হোকনা কেন টিউনমেন্ট এ জানাবেন। আর আপনাদের যে কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট এ জিজ্ঞাসা করুন, টিউন জোস করুন, শেয়ার করুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।