হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ২১৫ টি হ্যাকিং Tools নিয়ে।
Tool-X মুলত Kali Linux এর হ্যাকিং টুলস গুলো Install করতে সাহায্য করবে। Tool-X এর নির্মাতা হচ্ছে Rajkumar Dusad. Tool-X এমন ভাবে নির্মান করা হয়েছে যাতে Root অথবা Unroot মোবাইল থেকে চালানো যায়। Tool-X এর Script আপনি Termux কিংবা GNURoot Debian terminal থেকে চালাতে পারবেন। আপনি শুধু কয়েকটি ধাপ অনুসরণ করেই Install করে ফেলতে পারবেন হ্যাকিং এর টুলস গুলো। আপনি কি জানেন Ubuntu এর জন্য বর্তমানে Tool-X যুক্ত করা হয়েছে। আর সবথেকে বড় কথা Tool-X আমার মত অলসের জন্যই হয়তো নির্মান করা হয়েছে।
টিউন শুরুর আগে একটা কথা জানিয়ে রাখা ভালো হবে তা হলো আপনি যদি Termux এর ব্যাপারে কিছুই না জেনে থাকেন তবে আমার লিখা আগের টিউন গুলো পড়ে আসার অনুরোধ রইলো।
আপনার Android কে বানিয়ে ফেলুন একটি হ্যাকিং ডিভাইস খুব সহজে পর্ব - ১
এবার Kali Linux এর Tools Lazymux install করুন আপনার Android মোবাইলে Without Root - [Termux Part -2]
উপরের টিউন গুলো পড়া হয়ে গেলে চলুন Tool-X এর প্রসংগে ফিরে যাই।
যেভাবে আপনি কার্যক্রম টি করবেনঃ
প্রথম Command দিতে নিচের লাইন দেখুন।
pkg install git
cd Tool-X
chmod +x install.aex
./install.aex or sh install.aex
উপরের সব কাজ শেষ হয়ে গেলে নিচের ভিডিও দেখুন কিভাবে 215 Tools Install Command দিবেন।
তাহলে উপভোগ করুন Kali Linux এর জনপ্রিয় হ্যাকিং Tool-X সাথে তো ২১৫ কার্যকরী Tools থাকছেই।
তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে এর থেকেও আপডেট টুলস নিয়ে।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ Cyber Prince
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician